E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কলা গাছের সাথে এ কেমন শত্রুতা!

২০২৪ নভেম্বর ০১ ১৯:১১:৫৬
কলা গাছের সাথে এ কেমন শত্রুতা!

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়খোলা গড়াই নদীর চরে রাতের আঁধারে কৃষকের ৫০ শতক জমির ৪ থেকে ৫শ কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। 

আজ শুক্রবার সকালে ঘটনা জানতে পারেন ক্ষতিগ্রস্ত কৃষক। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় কলাগাছগুলো কেটে ফেলা হয়।

জানা যায়, ইউনিয়নের শান্তিখোলা গ্রামের মৃত জজ আলী বিশ্বাসের ছেলে মিতিন বিশ্বাস প্রায় ২০ বছর ধরে চরের ১ একর জমিতে কলাগাছ রোপণ করেন আসছে।কী কারণে এমন শত্রুতা তা বোধগম্য হচ্ছে না তার।

স্থানীয় মো: আব্দুর রাজ্জাক বলেন, আমাদের এলাকায় দুইটি সমাজ। এখানে আওয়ামীলীগ বিএনপি সবাই আছে দুই সমাজে।তবে এতো দিন আমাদের এখানে কোন পব্লেম ছিলো না।গত রাতে হঠাৎ চরের ৪ থেকে ৫শ কলাগাছ কেটে ফেলা হয়েছে। আমাদের ধারণা পক্ষে লোকজন এই প্রকল্প করেছে। একটা গাছা কাটা আর মানুষ হত্যা করা সমান অপরাধ।

স্থানীয় আরও এক কৃষক বলেন, বড়খোলা এলাকার আবুল জোয়াদ্দার, জহির জোয়াদ্দার,কলিমউদ্দিন জোয়াদ্দার ও জিল্লুর নেতৃত্বে রাতের অন্ধকারে কলাগাছ কাটা হয়েছে। কি কারণে কাটা হয়েছে আমরা জানি না।সকালে গিয়ে দেখি ৪ থেকে ৫ শ কলাগাছ কেটে ফেলা হয়েছে।

পাংশা মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন বলেন, এখনও কৃষকের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এসপি/নভেম্বর ০১, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test