E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কানাইপুরে কিশলয় বিদ্যানিকেতনের বাৎসরিক পিকনিক

২০২৪ নভেম্বর ০১ ১৮:৩৮:৫১
কানাইপুরে কিশলয় বিদ্যানিকেতনের বাৎসরিক পিকনিক

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর কানাইপুরে অবস্থিত কিশালয় বিদ্যানিকেতনের বাৎসরিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ফরিদপুরের ধুলদি গেট সংলগ্ন শিবরামপুর জয়দেবপুরের ফান প্যারাডাইস লিমিটেড এর পিকনিক স্পটে এই পিকনিক অনুষ্ঠিত হয়। কিশালয় বিদ্যানিকেতনের বর্তমান প্রধান শিক্ষক পীযূষ সিকদারের তত্বাবধানে প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ ও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের সমন্বিত ৯০ জনের একটি দল এই পিকনিকে অংশ নেয়।

পিকনিকে শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, দুর্গা দত্ত, সুমিত্রা দাস, জাকিয়া ইসলাম, সাহিদা স্বপ্না, জলি সাহা, স্বপ্না সাহা, রিতা রায়, সুষ্মিতা পাল, তপতী সাহা, পলি দাস, সুমনা সুলতানা ও ইশরাত জাহান দোলা প্রমুখ।

উল্লেখ করা যেতে পারে, ১৯৯২ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন দেশের খ্যাতনামা সাংবাদিক প্রবীর সিকদার। প্রতিষ্ঠার পর থেকেই পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর ও পিকনিকের আয়োজন করে আসছে শিক্ষা প্রতিষ্ঠানটি।

কানাইপুরের হোগলা কান্দি গ্রামে কুমার নদীর তীরে কিশালয় বিদ্যানিকেতন ছাড়াও একই ক্যাম্পাসে বেগম রোকেয়া কিশালয় বালিকা উচ্চ বিদ্যালয় নামে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন সাংবাদিক প্রবীর সিকদার। এমপিও ভুক্ত মেয়েদের ওই স্কুলটির বর্তমান প্রধান শিক্ষক সাংবাদিক প্রবীর সিকদারের ছাত্র চঞ্চল দত্ত। স্কুল দু'টির সূচনালগ্ন থেকে স্থানীয়ভাবে খুবই সুনামের সাথে মানসম্মত শিক্ষাসেবা দিয়ে যাচ্ছে।

(ওএস/এএস/নভেম্বর ১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test