E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

২০২৪ নভেম্বর ০১ ১৭:৩৪:৪৩
পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলার প্রত্যন্ত পল্লীতে জমে উঠেছে মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। জেলার সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের ফুটকিবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের আয়োজন করেছেন গরিনাবাড়ি ইউনিয়ন যুব সমাজ।

১৬টি দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে গত ১২ অক্টোবর। প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয় ৩১ অক্টোবর। কোয়াটার ফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর শনিবার। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে গড়ফতু উদয়ন ক্লাব ঝাড়বাড়ি দিনাজপুরকে পরাজিত করে কোয়াটার ফাইনালে মাগুড়া প্রধানপাড়া শাপলা পাঠাগার পঞ্চগড়, দ্বিতীয় ম্যাচে রহিমনপুর এমসিএল ঠাকুরগাঁওকে পরাজিত করে কোয়াটার ফাইনালে তেঁতুলিয়া উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড়, তৃতীয় ম্যাচে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ লিজেন্ডা মাঠ একাদশকে হারিয়ে কোয়াটারে হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাব, অমিমাংসিত রয়েছে চতুর্থ ম্যাচ, পুনরায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর, খেলবে দিনাজপুর জেলার চিরিরবন্দর রানা ফুটবল একাডেমি ও বোদা ফুটবল একাডেমি পঞ্চগড়, পঞ্চম ম্যাচে দিনাজপুরের খানসামা উপজেলা ফুটবল একাডেমিকে পরাজিত করে কোয়াটারে লাল সবুজ একাডেমি শালবাহান তেঁতুলিয়া-পঞ্চগড়, ষষ্ঠ ম্যাচে টীম সেতাবগঞ্জ দিনাজপুরকে হারিয়ে কোয়াটারে দেবীগঞ্জ ফুটবল একাদশ পঞ্চগড়, সপ্তম ম্যাচে টুনিরহাট ফুটবল একাডেমি পঞ্চগড়কে হারিয়ে কোয়াটারে কঁচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতি নীলফামারি, শেষ ম্যাচে চাওয়াই তরুন সংঘ জগদল-পঞ্চগড়কে পরাজিত করে কোয়াটার ফাইনালে পৌঁছেছে বানিয়াপাড়া উন্নয়ন সমাজ গরিনাবাড়ি-পঞ্চগড়।

কোয়াটার ফাইনাল প্রথম ম্যাচ ২নভেম্বর মুখোমুখি হবে মাগুড়া প্রধানপাড়া শাপলা পাঠাগার বনাম তেঁতুলিয়া উপজেলা ফুটবল একাডেমি, দ্বিতীয় ম্যাচ ৯ নভেম্বর মুখোমুখি হবে লাল সবুজ ফুটবল একাডেমি শালবাহান বনাম দেবীগঞ্জ ফুটবল একাদশ, তৃতীয় ম্যাচ ১২ নভেম্বর মুখোমুখি হবে কঁচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম বানিয়াপাড়া উন্নয়ন সমাজ গরিনাবাড়ি পঞ্চগড়, উল্লেখ প্রথম রাউন্ডের অমিমাংসিত ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর, ওই ম্যাচই হবে এই টুর্নামেন্টের চতুর্থ কোয়াটার ফাইনাল।যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর।

দুটি সেমিফাইনাল ম্যাচ যথাক্রমে পরিচালিত হবে ১৯ এবং ২৩ নভেম্বর।প্রতিটি ম্যাচে মাঠের কানায় কানায় দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি খেলার মাঠ মুখরিত হয়ে উঠছে। টুর্নামেন্টের সভাপতিত্ব করছেন গরিনাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হক, মাঠ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন তরুণ ক্রীড়া উদ্যোক্তা করিমুল ইসলাম মন্ডল। প্রতিটি ম্যাচের মধ্যমাঠের দায়িত্বে রয়েছেন পঞ্চগড় জেলা রেফারি সমিতির সুদক্ষ মাঠ পরিচালকরা। ধারাভাষ্যে থাকছেন রবিউল ইসলাম রবি।

(আরএআর/এসপি/নভেম্বর ০১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test