E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ছাত্রদের অভিযোগে রেলওয়ের পাকশী বিভাগের ২ কর্মচারী বরখাস্ত

২০২৪ অক্টোবর ৩১ ১৯:৫৪:২২
ছাত্রদের অভিযোগে রেলওয়ের পাকশী বিভাগের ২ কর্মচারী বরখাস্ত

ঈশ্বরদী প্রতিনিধি : বিনা টিকিটের ট্রেনযাত্রীদের থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগে পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগে কর্মরত দুই রেল কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন ও বাণিজ্যিক কর্মকর্তা স্বারিত পৃথক আদেশে তাদের বরখাস্ত করা হয়। পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ ইত্তেফাককে বরখাস্তের ঘটনা নিশ্চিত করেছেন।

বরখাস্তকৃত ব্যক্তিরা হলেন, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে সংযুক্ত ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগ এবং টিকিট পর্যবেক (টিটিই) নয়ন ইসলাম।

বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, বুধবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদী হয়ে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে টিকিট পরীক্ষা করার সময় যাত্রীদের কাছ বাড়তি টাকা গ্রহণের বিষয়টি ছাত্রদের কাছে ধরা পড়ে। পরে তারা এবিষয়ে অভিযোগ দায়ের করেন।

জানা যায়, রহনপুর স্টেশন থেকে বেলা সাড়ে ৩টার দিকে পাবনার ঢালারচর অভিমূখে ছেড়ে আসে ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন। ওই ট্রেনে দায়িত্বরত টিটিই নয়ন ইসলাম ও ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগ বিনা টিকিটের যাত্রীদের কাছে বাড়তি টাকা নিলেও টিকিট বানিয়ে দেননি।

এঘটনায় রাজশাহী স্টেশন থেকে ট্রেনের যাত্রী কয়েকজন ছাত্রের কাছে অভিযোগ করেন। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত টিটিই ও গার্ড প্রথমে অস্বীকার করলেও পরে তারা ছাত্রদের কাছে মা প্রার্থনা করেন। কিন্তু ছাত্ররা রাতেই বিষয়টি রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের কয়েকজন কর্মকর্তাকে অবহিত করেন। পরে এ ঘটনায় পাকশী রেলওয়ে বিভাগীয় দপ্তর প্রধানের স্বারিত পৃথক আদেশে দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

(এসকেকে/এসপি/অক্টোবর ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test