E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরের কৃষি প্রণোদনার উদ্বোধন

২০২৪ অক্টোবর ৩১ ১৮:৫৪:৪৯
সুবর্ণচরের কৃষি প্রণোদনার উদ্বোধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সাম্প্রতিক অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে থেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতি গ্রস্থকৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ও রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচর নোয়াখালীর উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে রবি/২০২৪-২৫ মৌসুমে ৪০০০ জন কৃষককে আগাম শীতকালীন শাক সবজি আবাদের লক্ষ্যে উফশী শাক-সবজির বীজ ও অর্থ সহায়তা প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় সুবর্ণচর উপজেলা কৃষি অফিস অনুষ্ঠানের আয়োজন করে।

সুবর্ণচর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন এর সঞ্চালনায় এবং সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার হারুন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বার্হী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানীসম্পদ অফিসার ডাঃমোঃ ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার ফয়েজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন। এছাড়া ও উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ,কৃষি অফিসের অন্যান্য কর্মচারিবৃন্দ ওউপকার ভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসূচির আওতায় প্রতিজন কৃষক টমেটো বীজ ১ প্যাকেট, বেগুনের বীজন ১ প্যাকেট, পালংশাক বীজ ৪ প্যাকেট ৪০০ গ্রাম, লালশাক বীজ ৪ প্যাকেট ৪০০ গ্রাম, শীম বীজ ৩ প্যাকেট, ১৫০ গ্রাম,লাউ বীজ ১ প্যাকেট, ১০ গ্রাম কলমি বীজ, ২ প্যাকেট ২০০ গ্রাম,বাটি বীজ ২ প্যাকেট ২০ গ্রাম, মিষ্টি কুমড়া বীজ ২ প্যাকেট ৩০ গ্রামসহ সর্বমোট ২০ ধরনের সবজির ১২৩০ গ্রাম বীজ ও ১০০০ টাকা মোবাইল ফিন্যান্সিয়াল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পাবেন।

বিতরণ অনুষ্ঠানেউপজেলা কৃষি কর্মকর্তা মোঃহারুন অর রশিদ বলেন, নোয়াখালী জেলার শস্য ভান্ডার হিসেবে পরিচিত সুবর্ণচর উপজেলায় সাম্প্রতিক খরিপ-২ মৌসুমে ঘূর্নিঝড় রেমাল, পরবর্তী অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ী ঢলে কৃষকের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তাই কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এই বছর কৃষিসম্প্রসারণঅধিদপ্তর এর উদ্যোগে রবি মৌসুমের স্বাভাবিক প্রণোদনা ছাড়াও সবজি ও অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। তাছাড়া কৃষকের স্বার্থে সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে থেকে কৃষকের স্বার্থে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।

(এস/এসপি/অক্টোবর ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test