E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মৌলভীবাজারে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান

২০২৪ অক্টোবর ৩১ ১৮:১৯:১৬
মৌলভীবাজারে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় সদর উপজেলার ৮ নং কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সদর ১নং আমলী আদালতে তাকে তোলা হলে আদালতের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় আদালতে পুলিশ ৪ দিনের রিমান্ডের আবেদনও করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন রুবেল জানান, চেয়ারম্যান রুবেল উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমরা তাঁকে আদালতে ৪দিনে রিমান্ড আবেদন করেছি।

এর আগে বৃহস্পতিবার রাতে রুবেল উদ্দিনকে সদর উপজেলার শাহবন্দর এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে র‌্যাব-৯ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলার আসামী চেয়ারম্যান রুবেল উদ্দিন। উভয় মামলায় ৩ নং আসামী হওয়ায় তাকে গ্রেফতার করে রাতে মৌলভীবাজার থানা হস্তান্তর করেছে র‌্যাব-৯।

(একে/এসপি/অক্টোবর ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test