E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডা: এস এম চৌধুরী ১৪ তম মৃত্যুবার্ষিকীতে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের শ্রদ্ধা

২০২৪ অক্টোবর ৩১ ১৩:৩৭:১২
ডা: এস এম চৌধুরী ১৪ তম মৃত্যুবার্ষিকীতে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের শ্রদ্ধা

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের সাবেক পরিচালক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও ব্যাপ্টিস্ট সংঘের সাবেক সভাপতি প্রয়াত ডাঃ এস এম চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে হাসপাতাল সংলগ্ন পরিচালকের বাসভবনের সামনে অবস্থিত তাঁর সমাধিতে হাসপাতাল কর্তৃপক্ষ সহ নানা শ্রেণী পেশার লোকজন শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এই স্মরণ সভা পরিচালনা করেন। এসময় স্মৃতিচারণ করেন হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা ও হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ লাল রুন ময় ।শেষ প্রার্থনা করেন, সিম্পসন চাকমা।

উল্লেখ্য যে, এই অঞ্চলের চিকিৎসা সেবার অগ্রদূত চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ এস এম চৌধুরী ২০১১ সালের ৩০ অক্টোবর দিবাগত রাত ১ টায় ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলুর জেলার ভেলুর খ্রীষ্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৫ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

(আরএম/এএস/অক্টোবর ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test