E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যাত্রী বেশে অটোচালক হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেপ্তার

২০২৪ অক্টোবর ৩০ ২০:৪৮:৩৪
যাত্রী বেশে অটোচালক হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেপ্তার


সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : যাত্রীবেশে অটোরিক্সা চালক গোলাম রব্বানী হত্যা ঘটনার সাথে জড়িত থাকা অভিযোগে বাবুল মিয়া নামক এক ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে কেন্দুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে তাকে পুলিশি প্রহরায় নেত্রকোণা আদালতে পাটানো হয়। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান গ্রেপ্তার কৃত বাবুল মিয়ার বাড়ি নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) কামাল আহমেদ সংগীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি মিজানুর রহমান আরো জানান গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসা বাদে বাবুল মিয়া পুলিশের নিকট হত্যার দায় স্বীকার করেছে। এই ঘটনার সাথে আরো দুই তিন জন জড়িত রয়েছে বলে পুলিশকে তথ্য দিয়েছে। বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতেও হত্যার দায় স্বীকার করে এবং ওই ঘটনার সাথে আরো দুই তিন জন জড়িত বলে আদালতকে জানায়।

গত ২৮ অক্টোবর সোমবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের গাবরকালীয়ান গ্রামের তিন সন্তানের জনক গোলাম রব্বানি রাত অনুমান ৮ টার দিকে আঠারবাড়ি রায়বাজার থেকে চারজন যাত্রী নিয়ে কেন্দুয়া আঠারবাড়ী সড়ক পথে ফেনারগাতী নামক স্থানে যাচ্ছিলেন। কিন্তু ফেনারগাতী যাওয়ার আগেই যাত্রীবেশী দুর্বৃত্তদের হাতে নির্মম ভাবে খুন হন অটো চালক গোলাম রব্বানি।

যাত্রীবেশীরা তাকে খুন করে অটোরিক্সাটি নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ কেন্দুয়া আঠারবাড়ি সড়কের ফেনারগাতী এলাকায় বড়কালীয়ান গ্রামের একটি গাছের ঝোপ থেকে তাকে উদ্ধার করে। এঘটনায় গোলাম রব্বানির আপন ভাগিনা হুমায়ুন করিব বাদী হয়ে মঙ্গলবার রাতে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোলাম রব্বানির স্ত্রী নার্গিস আক্তার তার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। একই সাথে সন্তানদের ভরন পোষনের জন্য সরকারের নিকট সহযোগিতা চান।

কেন্দুয়া (নেত্রকোণা) যাত্রীবেশে অটোচালক হত্যা মামলার আসামী বাবুল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

(এসবি/এএস/অক্টোবর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test