E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে পাকা রাস্তার দাবিতে কোওরপুর গ্রামবাসীর মানববন্ধন

২০২৪ অক্টোবর ৩০ ১৭:৫৬:১৪
ফরিদপুরে পাকা রাস্তার দাবিতে কোওরপুর গ্রামবাসীর মানববন্ধন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে একটি পাকা রাস্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের কোওরপুর গ্রামের বাসিন্দারা।

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের অন্তর্গত ধুলদি বাজারে মোসলেম শেখ এর বাড়ি হতে হাফিজুল শেখ এর বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটারের একটি রাস্তা পাকা করার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

এ সময় বক্তারা বলেন, আমরা নিয়মিত জমির খাজনা পরিশোধ করে থাকি। আমাদের কোওরপুর গ্রামে প্রায় ৩০০ লোক বসবাস করে আসছি, অথচ আমাদের চলাচলের তেমন কোন রাস্তা নাই। এমতাবস্থায় বাচ্চাদের স্কুলে যাওয়া, অসুস্থ রোগীদের হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া, জীবন জীবিকা নিত্য প্রয়োজনীয় জিনিস আনা নেওয়া করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া আমাদের প্রায় এক কিলোমিটার পথ হেঁটে মহাসড়কে যেতে হয় এবং অল্প বৃষ্টিতে যাতে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে যায়। ইতিপূর্বে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের কাছে এই ব্যাপারে একাধিকবার সাহায্য চাইলেও তারা বারবার প্রতিশ্রুতি দিয়েও কোন পদক্ষেপ নেন নাই বিধায় আমরা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি দিয়েছি'।

অবিলম্বে রাস্তা নির্মাণ না হলে পরবর্তীতে আরও বড় কর্মসূচি করবেন বলে হুশিয়ারি ব্যক্ত করেন এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মারুফ খান, আব্দুল বক্কার, সোমা আক্তার, মোহাম্মদ রাজিব, রাজিবুল ও বাপ্পি প্রমুখ।

(আরআর/এসপি/অক্টোবর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test