E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঝিনাইদহে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

২০২৪ অক্টোবর ৩০ ১৬:২১:৫৫
ঝিনাইদহে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ী পুরাতন বাজার এলাকার ৫ শতক জমি ও তার উপর নির্মাণ করা ৩টি দোকান ঘর দখলের অভিযোগ পাওয়া গেছে। উপায়ন্ত না পেয়ে জমির প্রকৃত মালিক দাবিদার মোতালেব মন্ডল ও আবুল হাসান এ বিষয়ে শৈলকুপা থানা ও স্থানীয় সেনা ক্যাম্পে একটি অভিযোগ দাখিল করেছেন।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে,কাতলাগাড়ি পুরাতন বাজারের ৫৭নং উত্তর কৃষ্ণপুর মৌজার, আরএস খতিয়ান-১৭৬ এর ৫ শতাশ জমি ক্রয়সূত্রে মালিক হন মোতালেব মন্ডল ও আবুল হাসান। কিন্তু সেই দাগের জমি রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দীর্ঘ ১০ বছরের অধিক সময় ধরে ভোগদখল করে আসছেন গোয়ালবাড়ীয়া গ্রামের আকরাম হোসেন,বাখরবার গ্রামের বুদো বিশ্বাস ও শাহজাহান খান। জমির প্রকৃত মালিকরা সেই জমি ভোগদখলে করতে গেলে গেলে নানারকম ভয়ভীতি ও হুমকি-ধমকী প্রদর্শন করা হয়। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করার অভিযোগ আছে। এর আগে জমির মালিক তার জমির উপর নির্মাণ করা দোকান দখলে নিতে তালা লাগিয়ে দিলে তা ভেঙে ফেলে দখলকারীরা।

জমির মালিক মোতালেব মন্ডলের ছেলে পিয়াস বলেন, তারা বৈধভাবেই জমির মালিক। জমির সকল কাগজপত্র তাদের কাছে আছে। নিয়মিত খাজনাও পরিশোধ করেন। কিন্তু দখলকারী আকরাম হোসেন, বুদো বিশ্বাস ও শাহজাহান খান প্রভাবশালী হওয়ায় তাদেরকে ভয়ভীতি দেখিয়ে জোর করে জমি দখল করে নিয়েছে। তারা পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ নিলে থানায় এ বিষয়ে দুই পক্ষকে বসিয়ে মুল মালিককে ভোগদখলের অনুমতি দেয় থানা পুলিশ। কিন্তু তারপরও আমরা নিজের জমি বা দোকানে যেতে পারছি না। নানারকম ভয়ভীতি দেখাচ্ছে।

অবৈধভাবে ভোগদখলের বিষয়ে অভিযুক্ত বুদো বিশ্বাস বলেন, এই জমিটা সরকারি। আমি ৪৫ বছর ধরে ভোগদখল করছি। বর্তমানে এই জমি নিয়ে দেওয়ানী মামলা চলছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কল দিলে তাকে পাওয়া যায়নি।

(এসই/এএস/অক্টোবর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test