E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

২০২৪ অক্টোবর ২৯ ১৯:০৭:১৭
ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

মো: মাহবুবুর রহমান, ঝালকাঠি : রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শতাধিক ভুক্তভোগী এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার উত্তর মানপাশা গ্রামে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে ওই এলাকার বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আলী হাওলাদার, এইচএম নুরুজ্জামান ও রুস্তুম আলী হাওরাদারসহ আরো অনেকে।

বক্তারা বলেন, উত্তর মানপাশা গ্রামের গাববাড়ী থেকে কাদের মেম্বারের বাড়ী পর্যন্ত কাচা রাস্তাটি বিগত ৫০ বছর ধরে ব্যবহার করে আসছে স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি এলজিইডি ওই রাস্তাটি কার্পেটিং করণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছে। বিষয়টি জানতে পেরে ওই এলাকার প্রতিবেশি একটি চক্র রাস্তার কাজ বন্ধ করতে আদালতে মামলা দায়ের করে। মামলার কারণে বর্তমানে রাস্তার কাজ শুরু করতে পারছেনা ঠিকাদারী প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ে রাস্তার কাজ সম্পন্ন করতে না পারলে কার্যাদেশ বাতিল হয়ে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবে শতাধিক পরিবার। দ্রুত রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন করে জনসাধারণের চলাচলের উপযোগী করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, এলাকার চিহ্নিত মামলাবাজ স্বপন শীলের মদদে সুকুমার শীল ও সুনীল শীল চক্রান্ত করে মামলা দিয়ে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ করে রেখেছে। এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।

(এমআর/এসপি/অক্টোবর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test