E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ১দফা দাবিতে এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

২০২৪ অক্টোবর ২৯ ১৫:১১:৩৩
ফরিদপুরে ১দফা দাবিতে এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখা।

মঙ্গলবারে কার্যালয়ের ভিতরে কর্ম বিরতি পালন করেন তারা। এসময় নেতৃবৃন্দ জানান তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

উল্লেখ করা যেতে পারে, নকল নবীশদের চাকুরী জাতীয়করণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় ফরিদপুরেও নকল নবীশদের কর্মবিরতি ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে নকল নবীশরা জানান, আমাদের কলম, খাতা এবং বসার স্থানটা পর্যন্ত সরকারি অফিসের কিন্তু আমাদের চাকরি সরকারি নয়। অতি দ্রুত নকল নবীশদের চাকরী স্থায়ী করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ১দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি চলমান থাকবে বলেও ঘোষণা দেন।

নকল নবীশদের নারী সদস্যরা জানান, আমরা কোন উৎসব পর্বনে ভাতা, বোনাস এমনকি মাতৃকালীন ছুটি পর্যন্ত আমাদের দেওয়া হয় না। এই বৈষম্য থেকে আমাদেরকে বের করে সারা বাংলাদেশের নকল নবীশদের সম্মানের সাথে চাকরী স্থায়ীকরণ করবে এমনটি আশা করছেন বর্তমান সরকারের কাছে।

উল্লেখ্য, একদফা দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশের ৫১৬ টি সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবীশদের চাকরী স্থায়ী করণের দাবী বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের ৮১ জন নকল নবীশ। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

(আরআর/এএস/অক্টোবর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test