E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

২০২৪ অক্টোবর ২৮ ২১:০৩:১৯
যশোরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ


যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার কৃষকদের মাঝে রবি মৌসুম উপলক্ষে বীজ ও সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় এই বীজ ও সার বিতরণ কার্যক্রমটি সম্পন্ন হয়।

উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, মসুর এবং অড়হরসহ বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়। এতে উপজেলার ১৪টি ইউনিয়নের ৪ হাজার ২৪০ জন কৃষককে গম, ২৫০ জনকে ভুট্টা, ৪০ জনকে সরিষা, ৩ হাজার ৬৫০ জনকে চিনা বাদাম, ৩০ জনকে শীতকালীন পেঁয়াজ, ৩০ জনকে মসুর, ১৮০ জনকে খেসারী এবং ৩০ জনকে অড়হরের বীজ দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার রনজিত দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা একরামুল হোসেন।

এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের রবি মৌসুমের ফসল উৎপাদনে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

(এসএমএ/এএস/অক্টোবর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test