E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘সর্বহারা পার্টির’ পরিচয়ে প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি

২০২৪ অক্টোবর ২৮ ১৯:১৯:১০
‘সর্বহারা পার্টির’ পরিচয়ে প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি

একে আজাদ, রাজবাড়ী : পূর্ব বাংলার সর্বহারা পার্টির পরিচয়ে রাজবাড়ীর একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে ভুক্তভোগী অমরেশ চন্দ্র বিশ্বাস রবিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত। তাঁকে মোবাইল ফোনে কল করে গালিগালাজ ও হুমকিও দেওয়া হয়।

প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস জানান, শনিবার দুপুরে অপরিচিত একটি মোবাইল ফোন নম্বর থেকে তাঁকে কল করা হয়। তারা নিজেদের পূর্ব বাংলার সর্বহারা পার্টির সদস্য পরিচয় দিয়ে বলে, গত ১৬ বছর তারা নানান সমস্যায় ছিল। এখন পার্টির লোকদের পুনর্বাসনের জন্য টাকা দরকার ‘আজিজ ভাই’ নামের এক ব্যক্তি তাঁর সঙ্গে কথা বলবেন। শিক্ষক অমরেশ বিশ্বাস তাদের কথার জবাব না দিয়ে সংযোগ কেটে দেন। একই দিন সন্ধ্যায় অন্য একটি নম্বর থেকে কল করে বলে, ‘কী ভাবলেন?’ তিনি পরে কথা বলবেন জানান। কিছুক্ষণ পর অন্য নম্বর থেকে তাঁকে কল দিলেও ধরেননি। রোববার দুপুরে আবারও কল করে তাঁকে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে ওই শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এ বিষয়ে একটি জিডি নথিভুক্ত হয়েছে। যেসব নম্বর থেকে কল এসেছিল সেগুলোর কললিস্ট পরীক্ষা করা হয়েছে। নম্বরগুলোর লোকেশন অন্য একটি জেলার দেখাচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

(একে/এসপি/অক্টোবর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test