E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মিথ্যে আশ্বাসের বাণী শুনিয়েছেন সাবেক মেয়র

বানারীপাড়া পৌর শহরের সড়কে বেহাল দশা, চরম ভোগান্তি

২০২৪ অক্টোবর ২৮ ১৮:৫৪:২৯
বানারীপাড়া পৌর শহরের সড়কে বেহাল দশা, চরম ভোগান্তি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের বানারীপাড়া পৌর শহরের অধিকাংশ সড়কের বেহাল দশায় যানবাহন চলাচলতো দূরের কথা জনসাধারণের পায়ে হেঁটে চলতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কের মধ্যে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টিসহ খানাখন্দে পরিণত হয়ে পুরো সড়ক চলাচলে অনুপযোগি হয়ে পরেছে।

সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড থেকে ৯ নম্বর ওয়ার্ডের প্রতিটি সড়কের পিচ, পাথর ও খোয়া উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে একটু বৃষ্টিতেই গর্তে পানি জমে মরণ ফাঁদে পরিণত হয়েছে। বেহাল হয়ে পড়া এসব সড়কগুলোতে এখন প্রতিনিয়ত দূর্ঘটনা লেগেই রয়েছে। এছাড়া অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে একটু বৃষ্টিতেই পৌর শহরের বিভিন্ন সড়কের ওপর হাঁটু সমান পানি জমে পৌরবাসীর সীমাহিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সংবাদ কর্মীরা জানান, উপজেলা হাসপাতালের সামনের সড়কটির অবস্থা চরম বেহাল। পৌর শহরের মধ্যকার ৬ নম্বর ওয়ার্ডের বাইপাস সড়ক দিয়ে বাসস্ট্যান্ড ও কলেজ মোড় পর্যন্ত যাওয়ার সড়ক দিয়ে সর্বসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া রাস্তা কেটে ড্রেন নির্মাণ করা ও রাস্তা কেটে ব্যক্তিগত বাসা-বাড়ির পানির লাইন ড্রেনের সাথে সংযোগ দেওয়ার ফলে রাস্তাগুলো ব্যবহারে অনুপযোগী হয়ে পরেছে।

ভুক্তভোগী পৌরবাসী জানিয়েছেন, দীর্ঘদিন থেকে পৌরসভার সড়কগুলো সংস্কার না করায় প্রতিটি সড়ক খানাখন্দে একাকার হয়ে গেছে। ওইসব সড়ক দিয়ে ছোট ছোট যানবাহনতো দূরের কথা জনসাধারণকে পায়ে হেঁটে চলাচল করতে গিয়েও সীমাহিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সূত্রমতে, পৌর শহরের হাসপাতাল খালের অধিকাংশ এলাকা বেদখল হয়ে গেছে। অন্য খালগুলো উদ্ধারে পৌর কর্তৃপক্ষ কখনও কোন উদ্যোগ গ্রহণ করেননি। যেকারণে পৌরসভার অধিকাংশ খাল, শতাধিক পুকুর ও ডোবা-নালা ভরাট হয়ে যাওয়ায় এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পৌর শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

সদ্য অপসারিত বানারীপাড়া পৌরসভার মেয়র সুভাষ শীলের সময়ে পৌরসভায় তেমন কোন উন্নয়নমূলক কাজ হয়নি। তৎকালীন সময়ে পৌর মেয়রের কাছে সড়ক উন্নয়নের বিষয়ে জানতে চাইলে তিনি সব সময় বলতেন, শীঘ্রই সড়ক উন্নয়নের কাজ শুরু করা হবে। পৌরবাসীকে আশ্বাস দিয়ে মেয়র সর্বদা বলতেন, বিরাট বরাদ্দ আসতেছে উন্নয়ন করার যায়গাও খুঁজে পাওয়া যাবে না। পৌর মেয়রের এ মিথ্যে আশ্বাসের মধ্যেই কেটে গেছে দীর্ঘবছর কিন্তু উন্নয়নের ছিটে ফোঁটা ছাপ পরেনি বানারীপাড়া পৌরসভায়।

সার্বিক বিষয়ে বানারীপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিন্দ্র বলেন, নতুন করে বরাদ্দ আসলে অগ্রাধিকার ভিত্তিতে পৌরসভার উন্নয়নমূলক কাজ শুরু করা হবে।

(টিবি/এসপি/অক্টোবর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test