E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

 

‘আমার ক্লিনিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে’

২০২৪ অক্টোবর ২৭ ১৯:১৫:২৭
‘আমার ক্লিনিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে’

যশোর প্রতিনিধি : যশোরে অবস্থিত দেশ ক্লিনিক দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জন্য সুলভমূল্যে উন্নত চিকিৎসা সেবা প্রদান করে আসছে। কিছু স্বার্থান্বেষী মহল প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন কাহিনী প্রচার করে ক্লিনিকের সুনাম নষ্ট করতে চেষ্টা চালাচ্ছে। তাদের চূড়ান্ত লক্ষ্য দেশের স্বল্প আয়ের মানুষের জন্য স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা বন্ধ করা।

আজ রবিবার প্রেসক্লাব যশোরে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক রাজু আহমেদ এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

রাজু আহমেদ বলেন, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান বারবার আমার ক্লিনিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। এসব অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া যায়নি, অথচ ষড়যন্ত্রকারীরা ক্লিনিকের মানহানি করতে নতুন নতুন ষড়যন্ত্র করে যাচ্ছে।

তিনি আরও জানান যে, সম্প্রতি এক গর্ভবতী রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন মামলা দায়ের করেছেন এবং মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।

রাজু আহমেদ বলেন, রোগীর চিকিৎসা পরবর্তী যত্নের নির্দেশনা সঠিকভাবে মানা হয়নি এবং নিজ উদ্যোগে রোগীকে খুলনার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে কিডনি ডায়ালাইসিস পরবর্তীতে রোগীর অবস্থা খারাপ হয় ও তার মৃত্যু ঘটে। অথচ, সেই ঘটনার মিথ্যা বিবরণ দিয়ে আমার ক্লিনিকের ওপর আক্রমণ চালানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন যে, মৃত রোগীর স্বজনরা মামলার বাদীকে দিয়ে ক্লিনিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্লিনিক বন্ধসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।

সাংবাদিকদের মাধ্যমে রাজু আহমেদ প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন আনোয়ার জাহিদ তাজ, সোহাগ প্রমুখ।

(এসএ/এসপি/অক্টোবর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test