E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোরে প্রতিবেশির জমি দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে

২০২৪ অক্টোবর ২৭ ১৯:১২:৪৭
যশোরে প্রতিবেশির জমি দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলুর বিরুদ্ধে প্রতিবেশির জমি দখল ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।

আজ রবিবার যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একেএম মোরশেদ নামে এক ব্যক্তি লিখিত বক্তব্যে এ অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে মোরশেদ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারে আসার পর মফিজুর রহমান ডাবলু সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই তিনি সন্ত্রাসী বাহিনী গঠন করে ভূমি দখলসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। মোরশেদের দাবি, মফিজুর রহমান ডাবলু তার যশোর শহরের জমি দখল করে সেখানে অবৈধভাবে কংক্রিটের ঢালাই দিয়ে স্থাপনা নির্মাণ করেছেন। নিরাপত্তার অভাবে মোরশেদ ও তার পরিবার তাদের শহরের জমি ছেড়ে উপজেলায় অন্যত্র চলে যেতে বাধ্য হন।

পৌরসভা সূত্রে জানা যায়, মফিজুর রহমান ডাবলু পৌরসভার জমি দখল করে নয়টি দোকান নির্মাণ করেছেন। এ বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষ চারবার নোটিশ দিলেও ডাবলু কোনো পদক্ষেপ নেননি। বরং তিনি পৌরসভার নোটিশের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ করেন।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু অভিযোগ অস্বীকার করে বলেন, "আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। আমি কোনো জমি অবৈধভাবে দখল করিনি। আমার নিজের জমিতেই মার্কেট নির্মাণ করেছি।

(এসএ/এসপি/অক্টোবর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test