E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলে পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন

২০২৪ অক্টোবর ২৬ ১৯:১৭:০৭
টাঙ্গাইলে পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এছাড়াও প্রভাব খাটিয়ে ড্রেনের মুখ বন্ধ করায় বছর জুড়ে পানি নিষ্কাশন না হওয়ায় পচা দুর্গন্ধ ও মশার উৎপাদন হচ্ছে। এতে হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় জনদুর্ভোগ লাঘবে ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে।
ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. হাসমত আলী, ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা জয়নাল আবেদীন, সদস্য নীরব হাসান কাওছার, মো. মারুফ সিদ্দিকী প্রমুখ। এ সময় স্থানীয় এলাকাবাসী, মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ড্রেনের মুখ বন্ধ করায় প্রায় তিন বছর ধরে সারা বছরই চরম দুর্ভোগ পোহাতে হয়।
এছাড়াও ইতোপূর্বে ড্রেনের কাজ করার কথা হলে সাবেক কাউন্সিলর সেই ড্রেনটি পার্শ্ববর্তী বোয়ালী এলাকায় করেছেন। আমরা পৌর নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের স্থানীয় বাসিন্দা, স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ আশপাশের প্রায় আট হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে দুর্ভোগ লাঘবে ব্যবস্থা না নিলে পৌরসভা ঘেরাওসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

(এসএম/এসপি/অক্টোবর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test