E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হতাশ হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যা

২০২৪ অক্টোবর ২৫ ১৮:২৮:৩৩
হতাশ হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : হতাশ হয়ে বিষপানে ছালাম সরদার নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বার্থী গ্রামে। মৃত ছালাম সরদার (৩৭) ওই গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে ও বার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ময়নাতদন্ত ছাড়াই মৃতের লাশ দাফন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে মৃত ছালাম সরদারের বড় ভাই শাহে আলম সরদার জানান, ধারদেনা করে ছালাম বিদেশ গিয়ে তিন মাস পর দেশে ফেরত আসে। এরপর তার নয় বছরের ছেলে সিয়াম সরদারের চিকিৎসায় প্রায় তিন লাখ টাকা ব্যয় করে। পরবর্তীতে বেশ কয়েকটি এনজিও থেকে প্রায় আট লাখ টাকা ঋণ উত্তোলন করে।

শাহে আলম সরদার আরও জানান, ছালাম সরদার ঋণের দায়ে জর্জরিত হয়ে হতাশ হয়ে পরে। একপর্যায়ে বুধবার দিবাগত মধ্যরাতে সবার অজান্তে ছালাম বিষপান করে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী হাসপাতালে এবং ওইদিন রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যাওয়ার পর গ্রামবাসী ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য বিক্ষোভ করেন। পরবর্তীতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে বৃহস্পতিবার দিবাগত রাতে ছালাম সরদারের লাশ ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

(টিবি/এসপি/অক্টোবর ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test