E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাংবাদিকদের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন হাজী মুজিব 

২০২৪ অক্টোবর ২৫ ১৭:৫০:৫৪
সাংবাদিকদের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন হাজী মুজিব 

মো: আল-আমিন, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী ওরফে হাজী মুজিব। 

আজ শুক্রবার সকালে কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সভাপতি মো: নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো: তাজু উদ্দিন তাজু, কমলগঞ্জ বিএনপির সাবেক সভাপতি মো: দুরুদ আহমদ, উপজেলা যুবদল সভাপতি মহিউদ্দিন জারু, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব মো: শাহ মোচ্ছাবির আলী মুন্না প্রমুখ।

বিএনপির’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী ওরফে হাজী মুজিব বলেন, গত ১৬ বছর স্থানীয় আওয়ামীলীগ এমপি আব্দুস শহীদ দ্বারা নির্যাযিত, নিপিত হয়েছি। মামলা হামলার শিকার হয়েছি। আমাদের ইফতার পার্টির মঞ্চ ভেঙ্গে ফেলা হয়েছে। বাড়ীতে এসে ঈদ করতে পারিনি। আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার পরিচালিত স্কুল কলেজ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান আওয়ামীলীগ নেতা শহীদ বাহিনী দ্বারা বিভিন্ন হয়রানি ও প্রতিবদ্ধকতা সৃষ্টি করেছে। ১৬ বছরের ৫/৬ দিন বাড়িতে বাড়িতে থাকতে পারিনি।

তিনি আরো বলেন, হুমকি ধামকির কারণে দলীয় কর্মসুচিতে অংশ নিতে পারেনি। পারেনি স্থানীয় সাংবাদিকদের খোঁজ খবর নিতে। এখন আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের বিধায়ে পরিবর্তিত পরিস্থিতির কারণে সাংবাদিকসহ সকলের সাথে যোগাযোগে চেষ্ঠা হচ্ছে। দলীয় কর্মসুচি আলন করা হচ্ছে। এসব কথা বলতে গিয়ে একপর্যায়ে হাজী মুজিব কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়নে ভুমিকা রাখতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন। মতবিনিময় সভায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে সহ-সভাপতি দীপস্কর ভট্টাচার্য্য লিটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন সহ শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(এএ/এসপি/অক্টোবর ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test