E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল

লোহাগড়ায় নির্বাচনকে কেন্দ্র করে উজ্জীবিত দলীয় নেতাকর্মী ও সমর্থকরা 

২০২৪ অক্টোবর ২৫ ১৭:৪২:২৪
লোহাগড়ায় নির্বাচনকে কেন্দ্র করে উজ্জীবিত দলীয় নেতাকর্মী ও সমর্থকরা 

রূপক মুখার্জি, নড়াইল : দীর্ঘ ১৫ বছর পর নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১২টি ইউনিয়ন বিএনপি কমিটির সদস্যরা এবং পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করবেন। দীর্ঘ ১৫ বছর পর লোহাগড়ায় বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতা-কর্মীর সমর্থকরা দারুন উজ্জীবিত, রয়েছে ফুরফুরে মেজাজে। 

জানা গেছে, উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল নির্বাচনে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উপজেলা বিএনপির সভাপতি পদে ৬ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন। পৌর বিএনপির সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ২ জন।

উপজেলা বিএনপির সভাপতি পদে প্রার্থীরা হলেন, জিএম নজরুল ইসলাম (দোয়াত কলম), আবু হায়াত সাবু, (চেয়ার), মো. সাচ্চু মিয়া (মোটরসাইকেল), মো. আহাদুজ্জামান বাটু (চশমা), আসাদুজ্জামান জামান (ঘোড়া), মো. রবিউল ইসলাম পলাশ (দেয়াল ঘড়ি)।

সাধারণ সম্পাদক প্রার্থী হলেন, কাজী সুলতানুজ্জামান সেলিম (ছাতা), মো. টিপু সুলতান (আনারস)।

সাংগঠনিক সম্পাদক পদে- শেখ জামশেদ আহমেদ (মাছ), শাহ আলম (টিউবওয়েল), অহিদুজ্জামান (সিলিং ফ্যান), মো. আজিজার সরদার (মোরগ), মো. তানভীর হেসেন অনু (বই), মিজানুর রহমান (গোলাপ ফুল)।

পৌর বিএনপির সভাপতি পদে প্রার্থীরা হলেন- মো. মিলু শরিফ (দোয়াত কলম), এস এম শাহিন বিপ্লব (চশমা), মোল্যা নজরুল ইসলাম (চেয়ার), আব্দুস সবুর (ঘোড়া)।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে মো. আকিদুল ইসলাম (আনারস), মো. রবিউল ইসলাম রবি (ছাতা), মো. মশিয়ার রহমান সান্টু (মোমবাতি), মো. আজাদ হোসেন (ফুটবল)।

সাংগঠনিক সম্পাদক পদে- মো. জহিরুল ইসলাম জহির (গোলাপ ফুল), এস এ সাইফুল্লাহ মামুন (মাছ)।

লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মশিয়ার রহমান সান্টু বলেন,
দীর্ঘ ১৫ বছর পর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত দ্বি-বার্ষিক কাউন্সিলকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা ফুরফুরে মেজাজে রয়েছেন। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে আজকের কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু জানান, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যলয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে। এজন্য সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। শুক্রবার সকালে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ভেন্যু পরিদর্শন করেছেন। এবার উপজেলা বিএনপি মোট ভোটার সংখ্যা ৮৫২ জন এবং পৌর বিএনপি মোট ভোটার সংখ্যা ৪৬১ জন।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, লোহাগড়া বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(আরএম/এসপি/অক্টোবর ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test