E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চলনবিলের অস্তিত্ব সংকট, সংরক্ষণে করণীয় সভা

২০২৪ অক্টোবর ২৪ ১৮:৪৩:২১
চলনবিলের অস্তিত্ব সংকট, সংরক্ষণে করণীয় সভা

চাটমোহর প্রতিনিধি : চলনবিলের অস্তিস্ব সংকট, পুনরুদ্ধার ও সংরক্ষণে করণীয় বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) ও বড়াল রক্ষা আন্দোলন কমিটির আয়োজন চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ সভা অনুষ্ঠিত হয়।

বড়াল রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সংবাদিক কে এম বেলাল হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বড়াল রক্ষা কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান। বক্তব্য দেন, বেলার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক তন্ময় স্যানাল, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, এলডিও’র নির্বাহী পরিচালক নূরে আলম সিদ্দিকী মঞ্জু, সাজেদুর রহমান মাস্টার, সজল বিশ্বাস প্রমখ।

বক্তরা চলনবিলের অস্তিত্ব সংকট বিষয়ে আলোচনা করে বিলকে পুনরুদ্ধার ও সংরক্ষণ করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। সভায় শিক্ষক, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।

(এস/এসপি/অক্টোবর ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test