E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চাটমোহরের গুনাইগাছা ইউনিয়ন পরিষদে তালা দিলো বিএনপি 

২০২৪ অক্টোবর ২৪ ১৮:৪১:১৫
চাটমোহরের গুনাইগাছা ইউনিয়ন পরিষদে তালা দিলো বিএনপি 

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রজব আলী বাবলুর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি। 

এ ছাড়া ইউনিয়ন পরিষদের কম্পিউটার ও আসবাবপত্র ভাঙ্চুর করাসহ তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বিএনপি’র স্থানীয় নেতা-কর্মীরা বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গিয়ে চেয়ারম্যান ও সচিবের কক্ষে তালা লাগিয়ে দেন।

এ সময় তারা চেয়ারম্যানের কক্ষের চেয়ার, নামফলক ও সচিবের কক্ষের কম্পিউটার, প্রিন্টার মেশিন ভাঙ্চুর করে। বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মী ও এলাকাবাসী ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলুর পদত্যাগ দাবি করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ প্রদর্শন ও তালা লাগানোর পর ইউপি ভবনের সামনে বক্তব্য দেন, বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মওলা, মোতালেব হোসেন, শামসুল আলম প্রমুখ।

উল্লেখ্য, চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০ টি ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে দেয়া হয়। একমাত্র গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু দায়িত্ব পালন করছিলেন। সবশেষ গুনাইগাছা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কক্ষের চেয়ার, নামফলক ও সচিবের কক্ষের কম্পিউটার, প্রিন্টার মেশিন ভাঙ্চুর কওে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মী। এছাড়া ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলুর পদত্যাগ দাবি করে বিক্ষোভ প্রদর্শন করে। ইতোপূর্বে তালা লাগিয়ে দেয়া ১০টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

(এসএইচ/এসপি/অক্টোবর ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test