E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফেসবুকে দাওয়াত দিয়ে শিক্ষার্থীদের মিষ্টিমুখ করালেন পুলিশ কর্মকর্তা

২০২৪ অক্টোবর ২৪ ০০:২১:০৫
ফেসবুকে দাওয়াত দিয়ে শিক্ষার্থীদের মিষ্টিমুখ করালেন পুলিশ কর্মকর্তা

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দাওয়াত দিয়ে মিষ্টি খাওয়ালেন এক পুলিশ কর্মকর্তা। শুধু মিষ্টিমুখ নয় এসময় তিনি কৃতি শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট তুলেদেন।  পরে তাদেরকে সামাজিক সচেতনতামূলক পরামর্শ দেন তিনি। তার এমন উদ্যোগে খুশি শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১২ টায় শহরের পৌর পার্কের মাঠে এ সংবর্ধনা ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করে পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলামের প্রতিষ্ঠা করা সচেতন সামাজিক সংস্থা সাসস যশোর জেলা কমিটি। এসময় যশোরের বিভিন্ন কলেজ থেকে উত্তীর্ণ ৫০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে তাদের সামাজিক সচেতনতানমূলক পরামর্শ দেওয়া হয়। প্রথমবারের মতো এমন আয়োজন দেখে খুশি শিক্ষার্থীরা তারা বলছেন, সামাজিক সচেতনমূলক পরামর্শ তাদের অনেক উপকারে আসবে। এ ধরনের আয়োজন প্রতিবছর হওয়া দরকার। এতে অন্য শিক্ষার্থীরাও উদ্বুদ্ধ হবে।

পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, নিজেরা সচেতন হবো অন্যকে সচেতন করবো এই শ্লোগাণে ফেসবুকে একটি স্টাটাস দিয়ে শিক্ষার্থীদের দাওয়াত দেওয়া হয়। আজকের শিক্ষার্থীরা আগামীর ভবিষৎ। এই বার্তা দিতেই আজকের আয়োজন। এইচএসসি উত্তির্ণ হওয়ার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে। তারা যেন তাদের এই বয়সে কোন ভুল পথে পা না বাড়ায়। তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে পারে এজন্য তাদেরকে সচেতন করা হয়েছে।

সাসস জেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক লোকসমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার মীর মঈন হোসেন মুসা, ছাত্র সমাজ এম কলেজ এর সমন্বয়ক দেবব্রত দাস। অনুষ্ঠান পরিচালনা করেন সাসস জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের ।

উল্লেখ্য, যশোর ডিবি পুলিশের এই পুলিশ কর্মকর্তা একজন চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে জেলা পুলিশে তার ব্যাপক সুনাম রয়েছে।#

(এসএমএ/এএস/অক্টোবর ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test