E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ময়মনসিংহে ইউপি মেম্বারদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

২০২৪ অক্টোবর ২৩ ১৯:২১:৫২
ময়মনসিংহে ইউপি মেম্বারদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিং জেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্যদের মানববন্ধন ও সমবায় ও স্থানীয় সরকার উপদেষ্টাসহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয় জেলা প্রশাসকের মাধ্যমে।

গত সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকল ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যগন এই মানববন্ধন ও জেলাপ্রশাসক মাধ্যমে তাদের দাবীর দাওয়ার স্বারকলিপি প্রদান করেন।

সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে ইউপি শাহীন মিয়া প্রধান অতিথীর বক্তব্য প্রদান করেন।

সদস্য শাহীন বক্তব্যে বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে এমাসেই জনগণের ভোটে নির্বাচিত ইউ পি সদস্যদের এ মাসেই অপসারণ/ বহিস্কার করা হবে। এ ব্যাপারে আমরা সবাই চিন্তায় আছি, জনগণের ভোটে আমরা নির্বাচিত, গ্রাম আদালত হতে ইউপি সকল সেবা মুলক কাজ কর্ম আমরা করে থাকি, জন্মসনদ, মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদান সহ সকল প্রকার স্থানীয় সেবা প্রদান অব্যহতভাবে ইউনিয়ন মেম্বারগন করে যাচ্ছেন অক্লান্তভাবে। এ ব্যাপারে তাদের বহিস্কার যাহাতে না করেন, তার জন্য স্থানীয় সরকার ও সমবায় উপদেষ্টার সুদৃষ্টি কামনাচকরা হয়।

এসময় আরও বক্তব্য প্রদান করেন, ইউপি সদস্য রুহুল আমিন, ইউপি সদস্য আব্দুল কাদের প্রমুখ।

বক্তব্য চলাকালিন পুলিশের বাধার মুখে পড়ে, মাইক ছিনিয়ে নিলে কিছুক্ষণের জন্য উত্তেজনা বিরাজ করে। পরে ইউ পি সদস্য ও সমন্বোয়ক সুমন মিয়ার অনুরোধে পুলিশ হ্যান্ড মাইকে সল্প পরিষরে বক্তব্য শেষ করতে বলেন। অবশেষ সভাপতি ইউ পি মেম্বার রুহুল আমিন বক্তব্য শেষে মানিববন্ধন সমাপ্তী ঘোষণা করে, স্মারকলিপি প্রদান করেন।

(এনআরকে/এসপি/অক্টোবর ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test