E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এমপিওভূক্তির দাবী এবং পুলিশি হামলার প্রতিবাদে ননএমপিও অনার্স শিক্ষকদের মানববন্ধন

২০২৪ অক্টোবর ২৩ ১৮:২০:৩৫
এমপিওভূক্তির দাবী এবং পুলিশি হামলার প্রতিবাদে ননএমপিও অনার্স শিক্ষকদের মানববন্ধন

ঈশ্বরদী প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি অনুযায়ী বৈধভাবে নিয়োগপ্রাপ্ত অনার্স ও মাষ্টার্স কোর্সের ননএমপিও শিক্ষকদের এমপিও ভুক্তির দাবীতে এবং ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচী পালনের সময় পুলিশের বর্বোরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন শিক্ষকরা।

আজ বুধবার সকালে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে পাবনা জেলার বিভিন্ন বেসরকারী কলেজের অনার্স ও মাষ্টার্স কোর্সের শিক্ষক উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী শিক্ষকরা মানববন্ধন চলাকালে বলেন, দীর্ঘ ৩২ বছর তারা অবহেলিত ও বৈষম্যের শিকার। সরকার তাদের এমপিও ভুক্ত করছেন না। রাজধানী ঢাকায় তাঁরা এমপিও ভুক্তির দাবীতে কর্মসূচি পালনকালে পুলিশ তাদের ওপর হামলা করে। পুলিশের হামলার প্রতিবাদ জানানোর সাথে সাথে অতিসত্বর এমপিও ভুক্তির মাধ্যমে শিক্ষকের মর্যাদা দিবেন এমনটাই তারা সরকারের কাছে দাবী করেন।

বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীনুর রহমান বলেন, বৈধভাবে নিয়োগ দেওয়ার পর বারবার নীতিমালার দোহাই দিয়ে আমাদেরকে এমপিও থেকে বঞ্চিত করা হচ্ছে। অথচ দেশের সংবিধানে যদি পরিবর্তন আনা যায়, তাহলে আমাদের এমপিওভূক্ত করতে নীতিমালার অজুহাত না দিয়ে রুটি-রুজির এই পথ উন্মুক্ত করা হলে সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো।

ফেডারেশনের পাবনা জেলা শাখার সভাপতি জাফরুল আলম শিবলু বলেন, ৩২ বছর অবহেলিত। বারবার সরকার আসে এবং যায়, কিন্তু আমাদের এমপিও হয়না। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিবছর আমাদেরকে কাজে লাগিয়ে অনার্স ও মাস্টার্স কোর্সে কোটি কোটি টাকা ফি আদায় করে নিলেও শিক্ষকদের অবহেলিত, বঞ্চিত ও বৈষম্যের মধ্যে রেখেছে। আমরা এই বৈষম্যের হাত থেকে মুক্তি পেতে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের দ্বারস্থ হয়েছি।

(এসকেকে/এসপি/অক্টোবর ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test