E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

২০২৪ অক্টোবর ২৩ ১৮:০৬:৫৮
টুঙ্গিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : "স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ" প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে টুঙ্গিপাড়া পৌরসভার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি টুঙ্গিপাড়া পৌরসভার সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৭ টি ধাপে হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।

এরপর পৌরসভার হলরুমে আয়োজিত আলোচনা সভায় পৌর প্রশাসক মো. গোলাম কবিরের সভাপতিত্বে টুঙ্গিপা‌ড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহানাজ তমা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী ফয়সাল আহমেদ, থানার ওসি খোরশেদ আলম, পৌর সচিব জহির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, মানুষের সুস্থ্য থাকতে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ সঠিক নিয়মে হাত ধৌত করলে শরীরে রোগ জীবাণু প্রবেশ করতে পারে না। তাই সুস্থ্য স্বাভাবিক থাকতে সঠিকভাবে হাত ধোয়ার কোনো বিকল্প নেই।

(টিবি/এসপি/অক্টোবর ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test