E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধামরাইয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক চিত্র শিল্পীদের নিয়ে  থার্ড আই আর্ট ক্যাম্প ২৫ অক্টোবর 

২০২৪ অক্টোবর ২৩ ১৭:৩৯:৩০
ধামরাইয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক চিত্র শিল্পীদের নিয়ে  থার্ড আই আর্ট ক্যাম্প ২৫ অক্টোবর 

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাইয়ে প্রথমবারের মতো আগামী ২৫ অক্টোবর অবসর ভিলেজ ব্যোরো ধামরাইয়ের পাইছাইল গ্রামে সিটি ব্যাংক, রয় টি ও বি আইপি প্রতিষ্ঠানের সৌজন্যে আর্ন্তজাকি পর্যায়ের চিত্র শিল্পীতের নিয়ে একটি থার্ড আই আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

থার্ড আই আর্ট ক্যাম্প টির অর্গানাইজার ও কিউরেটর আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন চিত্র শিল্পী ধামরাইয়ের মানুষী বণিকের নিজ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।

এই থার্ড আই আর্ট ক্যাম্প অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন আর্ন্তজাতিক পর্যায়ের খ্যাতিমান চিত্র শিল্পী আ হা চঞ্চল ও সুলতান নূরুল ইমলাম।

প্রথম বারের মত অজপারা গ্রামে প্রাকৃতিক পরিবেশে এক দিন ব্যাপী এই থার্ড আই আর্ট ক্যাম্পে ২৮ জন আর্ন্তজাতিক পর্যায়ের খ্যাতিমান চিত্র শিল্পী অংশ গ্রহন করবেন।

গ্রামাঞ্চলে এমন একটি আর্ট ক্যাম্প আয়োজন ভবিষ্যৎ চিত্র শিল্পীদের উৎসাহ বৃদ্ধি পাবে মনে করেন এই অর্গানাইজার ও কিউটর আর্ন্তজাতিক খ্যাতিমান চিত্র শিল্পী মানুষী বণিক।তিনি বলেন ব্যতিক্রম ধর্মী শিল্পীদের জন্য একটি ব্যতিক্রমী সুযোগ।

আগামী ২৫ অক্টোবর সকাল দশটায় ধামরাইয়ের পাইছাইল অবসর ভিলেজ এক বাগান বাড়িতে অনুষ্ঠিত হবে এই থার্ড আই আর্ট ক্যাম্পটি।

(ডিসিপি/এসপি/অক্টোবর ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test