E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন

২০২৪ অক্টোবর ২৩ ১৪:০৫:৪৩
ফরিদপুরে সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার ইয়ুথনেট গ্লোবাল, পিওর আর্থ বাংলাদেশ ও ইউনিসেফ যৌথভাবে ফরিদপুরে 'আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালন করে।

এ উপলক্ষে জন সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধনের আয়োজন করেন এবারের স্লোগান ছিল “সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে”। র‍্যালিটি সরকারি ইয়াসিন কলেজ থেকে শুরু করে শহরের টেপাখোলা লেকপাড়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। এতে অংশগ্রহণ করে ছিলেন যুব সংগঠন, এনজিও ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আলোচনা সভায় সিসা দূষণের ভয়াবহ প্রভাব তুলে ধরা হয়। পিওর আর্থ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মাহফুজার রহমান বলেন, "যুব সমাজকে সিসা দূষণ প্রতিরোধে যুক্ত করতে হবে।" ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, "এই লড়াই আমাদের শিশুদের জন্য সুস্বাস্থ্য ও সিসামুক্ত ভবিষ্যৎ গড়ার।"

ফরিদপুরের তরুণ জলবায়ু কর্মী শাহরীন ইসলাম মাহিন বলেন, "সিসা দূষণ প্রতিরোধে এখনই সবাইকে সচেতন হতে হবে।" প্রচারাভিযান শেষে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি ৫ দফা দাবি জানায়। যার মধ্যে সিসা দূষণের উৎস চিহ্নিত করা, আইন প্রণয়ন ও গণসচেতনতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

(আরআর/এএস/অক্টোবর ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test