E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালবেলা পত্রিকায় প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ

২০২৪ অক্টোবর ২২ ১৪:১৫:২৬
কালবেলা পত্রিকায় প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ

"সুবর্ণচর উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে বৃদ্ধার বাড়ি দখলের অভিযোগ" শিরোনামে ২১ অক্টোবর সোমবার দৈনিক কালবেলা পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দ্যশ্যে প্রণদিত বলে সংবাদের প্রতিবাদ করেছেন সুবর্ণচর  উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নুরনবী চৌধুরী।

তিনি বলেন কালবেলার সংবাদদাতা যে সংবাদটি প্রকাশ করেছেন সেটি সম্পূর্ণ ভাবে এপক্ষীয়ভাবে উপস্খাপন করা হয়েছে যা একজন দ্বায়িত্বশীল সাংবাদিকের কাছ থেকে কাম্য নয়।

প্রকৃত ঘটনা হলো, চর জুবিলী ইউনিয়নের চর মহি উদ্দিন মৌজার সাবেক দাগ ৬৯৯ হাল দাগ ২৩৮২। নিজ সন্তানগণের ভবিষ্যতের কথা ভেবে জায়গাটি ২০০৩ সালে চর মহি উদ্দিন গ্রামের মৃত আব্দু্ল হাদির পুত্র মোঃ আবুল হাশেম থেকে ১০০ শতাংশ জায়গা ক্রয় করি। আমার ছেলে মেয়ে বড় না হওয়ায় তখন ঐ বাড়িটি দেখবালের কেউ ছিলোনা। ২০০৪ সালে মৃত আনিসল হকের মেয়ে এবং মৃত আব্দু্ল মালেকের স্ত্রী জানোরা বেগম (৫৬) আমার কাছে আশ্রয় প্রার্থী হয়, যেহেতু সে বাড়ী দেখবালের কেউ ছিলোনা তাই আমরা তাকে সে বাড়ীতে একটি ঘর নির্মাণ করে রায়তী হিসেবে থাকতে দেয়।

২০১০ সালে আমার ১ টি সন্তানের জন্য বাড়ীটি নতুন করে নির্মাণের জন্য তাকে বের হয়ে যেতে বলি। তখন সে অন্যত্র চলে যাবে বলে ১ বছরের জন্য সময় নেয়, আমরাও তাকে সে সময় টুকু দেয় পরক্ষনে সে আমার বাড়ী ছাড়তে গড়িমসি করে ৪ বছর পার করে পেলে গত কয়েক বছর আগেও সামাজিক ভাবে একাধিবার বৈঠক হলেও সে কালক্ষেপন করে বিগত ২/৩ বছর আগে অন্যত্র জায়গা কিনে নিতে কিছু টাকাও দেয়া হয় কিন্তু সে টাকায় জমি না কিনে সে খরচ করে পেলে এবং মোটা অংকের টাকা দাবী করে সর্বশেষ বিগত ৩ মাস আগে সামাজিক বৈঠকে সকলের সিদ্ধান্ত ক্রমে যেহেতু মহিলাটি সেখানে একটি ঝরাজির্ণ ঘরে থাকতো তখন মানবিক বিবেচনায় সামাজিকভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মুখে ঘরের ৩৩ হাজার টাকা দাম ধরে সে টাকাও পরিশোধ করা হয়। শুধু তাই নয় ঘরে থাকা একটি ফ্যান এবং একটি লাইট এবং ২ মাসের খোরাকির টাকাও দেয়া হয় তাকে। সেটার প্রমাণ স্বরুপ একটি ভিডিও ফুটেজও রয়েছে।

সম্প্রতি ১ টি কুচুক্রি মহলের ইন্ধনে মহিলাকে ফুঁসলিয়ে বিভিন্ন লোকজনের কাছে গিয়ে জায়গা দখলের চেষ্টা করেছে মর্মে গুজব প্রচার করে তারাই ধারাবাহিগতায় গুজবের অংশ স্বরুপ এবং ঐ নারী কে প্রলভোনে পেলে একটি পক্ষ সাংবাদিক কে ডেকে মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করে যাহা আমি ঘৃণাভরে প্রত্যাক্ষাণ করলাম।

প্রকৃত অর্থে এই জায়গাটি আমার এবং জানোরা বেগম আমার জায়গাতে রায়ত হিসেবে দীর্ঘদিন ছিলো যার সকল প্রমাণ, এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাক্ষী রয়েছে।

কালবেলার প্রকাশিত সংবাদ মিথ্যা ভিত্তিহীন আমি উক্ত সংবাদের প্রতিবাদ করছি।

সেই সাথে আমি সবার উদ্দ্যেশে বলতে চাই, আমি ১৯৭৮ সাল থেকে বিএনপির রাজনিতীর সাথে জড়িত দলে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদ পদবীতে ছিলাম কখনো আমার দ্বারা কেউ ক্ষতি সাধিত হয়নি।

নিবেদক
মোঃ নুর নবী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সুবর্ণচর উপজেলা বিএনপি, সুবর্ণচর, নোয়াখালী।

(আইইউএস/এএস/অক্টোবর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

২২ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test