E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১৭ বছর পর আফিলের ডিমের ডিপোতে প্রশাসনের অভিযান

২০২৪ অক্টোবর ২১ ১৯:৪৪:৩১
১৭ বছর পর আফিলের ডিমের ডিপোতে প্রশাসনের অভিযান

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে ডিমের বাজার নিয়ন্ত্রণ করতে খুচরা, পাইকারি ও উৎপাদন পর্যায়ে যৌথ বাহিনির সহযোগিতায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

আজ সোমবার দুপুরে শহরের বড় বাজার, চাঁচড়া ও আরবপুর মোড়ে ডিমের ক্রয় বিক্রয় মূল্য যাচাই, রশিদ দেখা, মূল্য তালিকা প্রদর্শন ও যৌতিক মূল্যে ডিম বিক্রি তদারকির করাসহ ভ্রাম্যমান আদালতে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতে একজন খুচরা ব্যবসায়ী, একজন পাইকারি ব্যবসায়ী ও দুটি ডিম উৎপাদনকারি বড় প্রতিষ্ঠান আফিল এ্যাগ্রো ও চাঁদ এ্যাগ্রোকে জরিমানাসহ সতর্ক করা হয়। অভিযানে একজন খুচরা ব্যবসায়ীকে আটকও করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘ ১৭ বছর পর যশোরের সব চেয়ে বড় ডিম উৎপাদনকারি প্রতিষ্ঠান আফিল এগ্রোকে নিয়ম উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করার জন্য এক লক্ষ টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সব চেয়ে বড় ডিম উৎপাদনকারি এই প্রতিষ্ঠানটির নামে খুচরা বাজারে ডিম সরবরাহ না করার অভিযোগ ছিলো খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের। যে কারণে বাজারে ডিমের কৃত্রিম সংকট তৈরি হওয়ার সাথে সাথে ডিমের দাম বৃদ্ধি পাচ্ছিলো। খুচরা বাজারে জেলা প্রশাসনের অভিযানের সময় বাজারের প্রকৃত চিত্র ব্যবসায়ীরা তুলে ধরলে অভিযানিক দল শহরের চাঁচড়ার মোড়ে অবস্থিত আফিল এগ্রোতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারা অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় জেলা প্রশাসন মো. আজাহারুল ইসলাম ওই প্রতিষ্ঠানকে সতর্ক করেন। উৎপানকারি প্রতিষ্ঠান হয়ে সিন্ডিকেট করে খুচরা ও পাইকারি বাজার নিয়ন্ত্রণ না করার জন্য বলা হয়।

এদিকে শহরের আরবপুর মোড়ে অবস্থিত চাঁদ এগ্রো নামে ডিম উৎপাদনকারি অন্য একটি প্রতিষ্ঠান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খালধার রোড এলাকার পাইকারি ডিম বিক্রয় প্রতিষ্ঠান আনিছ এন্টারপ্রাইজের মো. আনিছকে কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯ এর ১(ড) ধারায় ১৫ হাজার টাকা ও শহরের বড় বাজারের মায়ের দোয়া নামে খুচরা ও পাইকারি ডিম বিক্রয় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মায়ের দোয়া ডিম বিক্রয় প্রতিষ্ঠানের মালিক শরিফুল ইসলামকে ভ্রাম্যমান আদালত অবমাননার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, ডিমের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আমরা অভিযোগ পেয়েছি সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে মানুষকে ডিম কিনতে হচ্ছে। আমরা খুচরা, পাইকারি ও উৎপাদন পর্যায়ে খোঁজ খবর নিয়ে দেখেছি কোনো কোনো সময় ১৫ টা পর্যন্ত ডিম কিনতে হচ্ছে । যশোরের বড় চেয়ে বড় ডিম উৎপাদনকারি প্রতিষ্ঠানটি নিজেরা উৎপাদন করছে আবার তারাই নিজস্ব মার্কেটিং কোম্পানি খুলে তাদের উৎপাদিত ডিম খুচরা দামে বিক্রি করছে। এতে করে বাজারে ডিমের সংকট তৈরি হচ্ছে। একজন উৎপাদনকারি তিনিই ডিস্ট্রিবিউটার, হোল সেলার, এবং তিনিই রিটেইলর। এটা এক ধরণের সিন্ডিকেট। উৎপাদনকারি হিসেবে ১০ টাকা ৫৮ পয়সা,পাইকার ১১ টাকা ১ পয়সা এবং যারা কনজুমার তারা ১১ টাকা ৮৭ পয়সায় ডিম কিনতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএম শাহিন,যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম, কৃষি বিপনন কর্মকর্তা শরিফুল ইসলাম, ক্যাব যশোরের সহ সভাপতি আব্দুর রফিক, ছাত্র প্রতিনিধি তানজিত হাসান রিফাতসহ পুলিশ ও সেনাবাহিনির সদস্যরা উপস্থিত ছিলেন।

(এসএ/এসপি/অক্টোবর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test