E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে সোনালীকা ডে সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০২৪ অক্টোবর ২১ ১৯:০৮:৪১
বোয়ালমারীতে সোনালীকা ডে সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : "জমি চাষের ডক্টর, সোনালী ট্রাক্টর" এ স্লোগানের প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে সোনালীকা ট্রাক্টর ২০২৪ এর বার্ষিক ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর রেলস্টেশন সংলগ্ন ফুটবল খেলার মাঠে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্পে সকল পুরাতন ট্রাক্টর সার্ভিস করানো হয়। সেই সাথে এসিআই মটরস এর বিভিন্ন পন্যের যন্ত্রাংশ, কৃষি কাজে ব্যবহৃত সোনালী ট্রাক্টর, ড্রাম ট্রাক (সিনো) প্রদর্শনী করা হয়।

পাশাপাশি ট্রাক্টর মালিক ও ড্রাইভারদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য মেডিকেল ক্যাম্পিংও করা হয়েছে। অনুষ্ঠানে র‍্যাফেল ড্র ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোনালীকা ট্রাক্টর এর বার্ষিক ফ্রি সার্ভিস ক্যাম্প ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসূল।

এসিআই মটরসের ফরিদপুর এরিয়া সেলস এক্সিকিউটিভ মো. শাহাদাত হোসেন এর সভাপতিত্বে, ইঞ্জিনিয়ার সিফাত মন্জুর খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোয়ালমারী থানার এএসআই মো. নাসির উদ্দীন মিনা, এস আই মটরস মার্কেটিং অফিসার সুদাস সাহা, জুয়েল বড়ুয়া, মো: মাসুম বিল্লাহ, সিনিয়র রিকভারি অফিসার তুষার কান্তি বসু, আব্দুল মালেক, এসিআই কম্পানির গ্রাহক, এজেন্ট, সোনালীকা ট্রাক্টরের মালিক ও চালকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষ করে এ বার্ষিক ফ্রি সার্ভিস ক্যাম্প ও মত বিনিময় সভায় গ্রাহকদের সেবা প্রদানের জন্য রেজিষ্ট্রেশন বুথ, বিক্রয় অনুসন্ধান, ও এক্সচেঞ্জ বুথ বসানো হয়।

(কেএফ/এসপি/অক্টোবর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test