E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে ডিপ্লোমাধারীদের ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

২০২৪ অক্টোবর ২১ ১৮:১০:৫০
মাদারীপুরে ডিপ্লোমাধারীদের ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডের পদমর্যাদা দেয়াসহ ৬ দফা দাবিতে টেকনোলজি ও ফার্মাসি শিক্ষার্থীদের বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডের পদমর্যাদা প্রদান, অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত করা নিয়োগ প্রক্রিয়া চালু, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি পূর্বক চাকুরিজীবীদের আনুপাতিক হাতে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেপআপ ও নিয়োগবিধিতে অর্ন্তভুক্ত করাসহ ৬ দফা দাবীর কথা তুলে ধরেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী আমির হামজা, পূর্ণ রায়, ফাহিম আলম প্রমুখ।

(এএসএ/এসপি/অক্টোবর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test