E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ফরিদপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে’

২০২৪ অক্টোবর ২১ ১৮:০০:৩৪
‘ফরিদপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে’

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মোহম্মদ আব্দুল জলিল।

ফরিদপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত জেলা পুলিশের প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়েছে।

আজ সোমবার সকালে ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় পুলিশের টিআরসি পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পুলিশ সুপার।

ওই প্রেস ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ডি আই ওয়ান শাহজালাল আলম, কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ ফরিদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

ওই প্রেস ব্রিফিং পুলিশ সুপার জানান, 'জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ ভাবে অনুষ্ঠিত হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, Physical Endurance Test, লিখিত পরীক্ষা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ২৫, ২৬ ও ২৭ অক্টোবর- সকাল ৮ টায় শারীরিক মাপ কাগজপত্র যাচাই করা হবে, ১২ নভেম্বর সকাল দশটায় লিখিত পরীক্ষা এবং ১৯ নভেম্বর সকাল ১০টায় মনস্তাতিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে'। বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র শারিরিক যোগ্যতা ও মেধার প্রয়োজন। নিয়োগের যাবতীয় কার্যক্রম স্বচ্ছতার মাধ্যমে সংগঠিত হয়ে থাকে, বিধায় কোন প্রার্থী কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল হবে বলেও সতর্ক করা হয়। তাছাড়া আবেদনপত্রে কোন মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে প্রার্থী নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন বলেও জানানো হয়েছে।

ওই প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, কিছু প্রতারক চক্র সুকৌশলে নিয়োগের জন্য প্রভাবিত করে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে থাকে, তাদের ব্যাপারে সকলকে সচেতন ও সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনাদের আশেপাশে এমন কোন চক্রের কার্যক্রম দৃষ্টি গোচর হলে দ্রুত নিকটস্থ থানায় তথ্য দিয়ে নিয়োগের কাজে সহযোগিতা করার জন্য সকলকে বিনীত অনুরোধ করা হচ্ছে'।

পুলিশ সুপার আরো জানান, 'প্রার্থীদের অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, আপনারা কোনভাবেই কোন প্রলোভনে কিংবা কোনপ্রকার ফাঁদে পা দিবেন না'।

'সৎ, সাহসী, মেধাবী এবং দেশের জন্য যে কোন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আপনার এমন সন্তানকেই খুঁজছে বাংলাদেশ পুলিশ' বলে ওই প্রেস ব্রিফিং এ উল্লেখ করা হয়। তবে ওই ব্রিফিং-এ ফরিদপুর জেলায় এই নিয়োগ প্রক্রিয়ায় মোট কত জনকে 'টিআরসি' পদে নিয়োগ দেওয়া হবে সেই বিষয়ে অবগত করা হয়নি।

পরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফরিদপুর থেকে মোট ৫৬ জনকে নিয়োগ দেওয়া হবে বলে উত্তরাধিকার ৭১ নিউজকে নিশ্চিত করেন ফরিদপুর জেলা পুলিশের ডি আই ওয়ান মো. শাহজালাল আলম।

(আরআর/এসপি/অক্টোবর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test