E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় যৌথবাহিনীর অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

২০২৪ অক্টোবর ২১ ১৫:০৭:০০
সালথায় যৌথবাহিনীর অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় এক তরুণীকে উত্ত্যক্তের জের ধরে বখাটেদের চাকুর আঘাতে খুন হন কাসেম বেপারী (২৮) নামে এক যুবক। এ হত্যাকে পুঁজি করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলার বালিয়াগট্টি, দোহার গট্টি, বড় বালিয়া, ছোট বালিয়া, পাটপাশা, জয়ঝাপ সহ আশেপাশের কয়েক গ্রামের মানুষকে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে ও ঘর-বাড়ি লুটপাট এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কোটি টাকার চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে। এছাড়া দোকান-পাট, ঘরবাড়ি লুটসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের বিস্তর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এরই ধারাবাহিকতা রবিবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি, মেম্বার গট্টি সহ আশেপাশের এলাকায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২১ অক্টোবর) সকালে ফরিদপুর সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল মো. আসাদুজ্জামান শাকিল তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তি হলেন- চাঁদাবাজির মূলহোতা হিসেবে অভিযোগ উঠা পাটপাশা বালিয়া গ্রামের মৃত মমিন মাতুব্বরের ছেলে আওয়ামী লীগ নেতা জাহিদ মাতুব্বর (৪৫), আড়ুয়াকান্দি গ্রামের মৃত হাসেম মাতুব্বরের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুদ্দীন মাতুব্বর ওরফে নুরু মেম্বার (৬০), মেম্বারগট্টি গ্রামের মৃত রহমান মাতুব্বরের ছেলে ও সাবেক ইউপি মেম্বার উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি রফিক মাতুব্বর (৫০), দোহারগট্টি এলাকার আওয়াল মাতুব্বরের ছেলে আওয়ামী লীগ কর্মী আকরাম মাতুব্বর (৩৫), ছোট বালিয়া গ্রামের মালেক শেখের ছেলে আওয়ামী লীগ কর্মী ফিরোজ শেখ (৩৫)।

ফরিদপুর সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল মো. আসাদুজ্জামান শাকিল বলেন, পুলিশ ও সেনাবাহিনী রবিবার দিবাগত রাত ৩ টা থেকে রাত সাড়ে ৩ টা পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজ ও লুটপাটকারীদের বিরুদ্ধে যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

(এএনএইচ/এএস/অক্টোবর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test