E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভোরের কুয়াশায় শীতের আগমনী বার্তা

২০২৪ অক্টোবর ২০ ১৮:০৯:০৬
ভোরের কুয়াশায় শীতের আগমনী বার্তা

সালথা প্রতিনিধি : গ্রীষ্মের পরে বর্ষা। বর্ষার পরেই শীত। যেন বাংলার ঐতিহ্যের  চিরচেনা রূপ। যেটা বাংলার ঐতিহ্যর নিয়ম। হঠাৎ কুয়াশার চাদরে ঢেকে গেছে ফরিদপুরের সালথাসহ প্রায়ই এলাকা। এ যেন শীতের আগমনী বার্তা। শনিবার (২০ অক্টোবর) ভোর পাঁচটা থেকে হঠাৎ করে পুরো উপজেলা ঢেকে যায় কুয়াশার  চাঁদরে। কুয়াশায় ফরিদপুর চারদিক হয়ে যায় সাদা। রাস্তাঘাট সহ গাছ-গাছালি সব ঘিরে যায় কুয়াশায়। সকালে কৃষকরা ক্ষেতে কাটতে যাওয়া ও ভ্রমণ করা রাস্তায় নেমে আসা মানুষের মুখে ছিল একটি আওয়াজ শীত চলে আসছে।

মাত্র ১০ দিন আগেও চলছিল থেমে থেমে বর্ষণ ঢল। এখনো বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ডুবে আছে নিম্নাঞ্চল। ডুবে আছে ফসলের মাঠ। ফসলের খামার এবং সবজির ক্ষেত। শীতের আগাম বার্তায় অনেকের মুখে মৃদু হাসি ফুটেছে। বিগত একটি বছর পর আবার ফিরেছে শীত। শীতের আমেজে আবারো এই অঞ্চলের বাজারঘাট ভরে উঠবে ফরিদপুরের ঐতিহ্যের প্রসাদ খেজুরের গুড়ে। গ্রামগঞ্জের চাষীরা লাঙ্গল গরু নিয়ে নেমেছে মাঠে শুরু করছে নতুন ফসল ফলানোর যুদ্ধ। নতুন সবজি ফলনের বিপরীতে তৈরি করছেন নতুন নতুন ফসলের মাঠ। কৃষক কৃষাণীরা ভোর রাত থেকেই নেমে পড়ছেন মাঠে। শুরু হয়েছে নতুন ক্ষেত তৈরির পাল্লা। কে কার আগে তার নিজের মাঠকে আগাম সবজির ক্ষেত হিসেবে তৈরি করতে পারেন।

বাজার সবজির অগুন লাগা দাম। এ কারনে কৃষক আগাম শীতে যাতে তারা তাদের ক্ষতি পুঁসিয়ে উঠাতে পারেন। এ কারনে পরিবারের সবাই তাদের ফসলের মাঠকে সবজির চাষের উপযোগী করে তুলতে প্রস্তুতি নিচ্ছেন।

(এএন/এসপি/অক্টোবর ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test