E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাগরদাঁড়িতে সাত দিনব্যাপি মধুমেলার প্রস্তুতি

২০২৪ অক্টোবর ১৯ ২০:১৪:৫৫
সাগরদাঁড়িতে সাত দিনব্যাপি মধুমেলার প্রস্তুতি

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে এবার সাত দিনব্যাপী মধুমেলার আয়োজন করা হয়েছে। গত বছর নয় দিনব্যাপী মধুমেলা করা হলেও  এ বছর দুইদিন কমিয়ে মধুমেলার আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে আগামি বছর ২৪ জানুয়ারি মেলার উদ্বোধন করা হবে।

এই মেলা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। সুস্থ ও সুন্দর পরিবেশে মেলা আয়োজনের জন্য এবারও মেলা ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে মেলায় যাতে কোন অশ্লীল পুতুল নাচ, অপসংস্কৃতিকমূলক অনুষ্ঠান, ভ্যারাইটি শো প্রদর্শন, জুয়া, লটারি, হাউজি খেলা না থাকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মেলা ঘিরে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আইন প্রয়োগকারি সংস্থার কঠোর অবস্থানের আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া মেলার টেন্ডারে সিন্ডিকেট ও পেশি শক্তির প্রভাব বিস্তারের বিষয়ে সর্তক থাকা হবে।

শনিবার দুপুরে জেলা প্রশাসনের অমিত্রাক্ষর সভাকক্ষে মধুকবির জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম । সঞ্চালনা করেন স্খানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান।

উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশে যে কয়টি মেলা হয় তার মধ্যে মধুমেলা অন্যতম বড় মেলা। এই মেলার ভাবগাম্ভীর্য অনেক উপরে। যে কারণে মেলার উদ্বোধন ঘোষণার জন্যে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানানো হোক। এছাড়া যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি রয়েছে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে যশোরে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। সে বিষয়ে মেলার মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করার দাবি জানান বক্তারা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির, সাংবাদিক তৌহিদ জামান, মনিরুল ইসলাম, আকরামুজ্জামন, জুয়েল মৃধা, আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ।

(এসএমএ/এএস/অক্টোবর ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test