E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাণীগঞ্জ যৌনপল্লী থেকে ১০ মাতাল আটক

২০২৪ অক্টোবর ১৯ ১৮:১৭:১৬
রাণীগঞ্জ যৌনপল্লী থেকে ১০ মাতাল আটক

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরের রাণীগঞ্জ যৌনপল্লী থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় আটক হওয়া ব্যক্তিরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

আজ শনিবার সকালে ১৮৬১ সনের পুলিশ আইনের ৩৪-(৬) ধারায় তাদের জেলহাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাত ১২টার দিকে সদর থানার এসআই মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শহরের কাচারীপাড়া এলাকার মো. রুবেল হোসেন (২৫), আরিফুল ইসলাম (২৫), পৌরসভার রামনগরের বেলাল উদ্দিন (২০), সদর উপজেলার শরীফপুরের মো. লিয়ন (১৯), মো. সানি (১৯), মো. আপন (১৯), মেলান্দহ উপজেলার শাহজাদপুর গ্রামের মাসুদ রানা (২৫), মো. রানা মিয়া (১৯), মো. জিহাদ (২১), এছাড়া মাদারগঞ্জ উপজেলার বালিজুরি পন্ডিতপাড়া গ্রামের মো. মুখলেছ মিয়া (৩২)।

থানা সূত্রে জানা গেছে, পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় এন এফ আই, আর নং-২৪৪, তারিখ: ১৯/১০/২০২৪ খ্রিষ্টাব্দ, ১৮৬১ সনের পুলিশ আইনের ৩৪-(৬) ধারায় (মাতাল বা বেসামাল হয়ে রাস্তায় বেড়ানো) মামলা করে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, আসামিদের মধ্যরাতে শহরের রানীগঞ্জে অবস্থিত যৌনপল্লী থেকে গ্রেফতার করেছি। তাদের পুলিশ আইনের ৩৪-(৬) ধারায় মামলা দিয়ে চালান করে দিয়েছি।

(আরআর/এসপি/অক্টোবর ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test