E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ফেসবুকে আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে’

২০২৪ অক্টোবর ১৯ ১৮:০৯:৩৩
‘ফেসবুকে আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে’

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. খোকন মাতুব্বর ওরফে খোকন মেম্বারের নামে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

আজ শনিবার সকালে ফরিদপুরের কানাইপুর বাজারের মৃর্ধা মার্কেটে সাংবাদিকদের সামনে তিনি এসব ঘটনা ঘটনা তুলে ধরেন।

খোকন মেম্বার জানান, 'আমি ছোট বেলা থেকে ব্যবসা বানিজ্য করি, আমি একজন প্রথম শ্রেনির ঠিকাদার। আমি একটি সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেছি। আমার সাত ভাই বিদেশে থাকেন। আমি যতোদূর পারি সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমার এক বিবাহ দিয়েছি আরেক সন্তান ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে পড়াশোনা করছে।'

তিনি জানান, বেশ কিছুদিন যাবত একটি কুচক্রিমহল উদ্দেশ্য প্রনোদিতভাবে আমার বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে নানা ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন লেখালেখি করে আসছে। যা আমার জন্য অত্যন্ত মানহানীকর। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দেশের প্রচলিত আইনে ওসব দুর্বৃত্তদের শাস্তি কামনা করছি'।

খোকন মেম্বার আরো জানান, আমি বেশ কিছুদিন আগে এই বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানায় সাইবার ক্রাইম আইনে একটি অভিযোগ দিয়েছিলাম। ওই অভিযোগের পর কিছুদিন এসব কর্মকাণ্ড বন্ধ ছিলো, কিন্তু ৫ আগস্ট তারিখে ফরিদপুর কোতয়ালি থানা লুটপাট ও আগুনে পুড়ে যাওয়ার পর সাইবার ক্রাইমে তেমন একটিভিটি বর্তমানে না থাকায় সেটারও কোন প্রতিকার পাচ্ছি না'।

এক প্রশ্নের জবাবে খোকন মাতুব্বর উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, আমি জানিনা কারা এসব করছে। তবে কোন ভদ্রলোক ও সমাজের শান্তিপ্রিয় কোন সভ্য মানুষ আমার বিরুদ্ধে এমনটি করছে বলে আমি মনে করি না'।

খোকন বলেন, 'আমার এলাকায় মাদক ব্যবসা বাধা দেওয়া ও সম্প্রতি একটি স্কুলের ক্লাসরুমের অনেকগুলো ফ্যান চুরির ঘটনায় আমি স্থানীয় লোকজনকে সাথে নিয়ে বিচার সালিশ করেছি। হয়তো এলাকার মাদক কারবারি, চোর ও সমাজে নানানভাবে বিশৃঙ্খলা সৃষ্টিকারি কিছু গোষ্ঠী সম্মিলিতভাবে এসব কর্মকাণ্ড করতে পারে বলে ধারনা করছি'।

খোকন মেম্বার আরো জানান, 'আমি কি, কে এবং কেমন মানুষ তা আমার সমাজের লোকজন খুব ভালোভাবেই অবগত আছেন। তথাপিও দুর্বৃত্তরা আমার নামে যেসব মিথ্যা ও ভিত্তিহীন কথাবার্তা বলে ফেসবুকে লিখে চলেছেন তার একটি প্রতিকার হওয়া জরুরি। এসব মিথ্যা লেখালেখিতে আমার পরিবার ও সমাজের কাছে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, যা আমার জন্য বিব্রতকর ও অপমানজনক। এসব দুর্বৃত্তদের দ্রুত আইনের আওয়ার আনার জন্য আমি আবারও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি'।

তিনি জানান, 'আমি আমার ইউনিয়নের (৯ নং কানাইপুর ইউনিয়ন) একজন সাবেক মেম্বার এবং সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। আমার ইজ্জত নিয়ে গুটি কয়েক মাদক কারবারি ও চোরেরা খেলা করবে এটা মেনে নেওয়া কষ্টকর'। যত বাধা ই আসুক না কেন, 'আমার নিজ সমাজ থেকে মাদক, চিনতাই, চুরি নির্মুল করতে আমি বদ্ধপরিকর' বলেও জানান মো. খোকন মাতুব্বর ওরফে খোকন মেম্বার। এসময় কানাইপুর ইউনিয়নে তার নিজ এলাকা রসিক নগর ও শোলা কুন্ডু গ্রামের মাদক, ছিনতাই ও চুরি প্রতিরোধে ফরিদপুরের সেনা বাহিনী, র‌্যাব ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন খোকন মেম্বার।

(আরআর/এসপি/অক্টোবর ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test