E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাঁদপুরে চল দৌড়াই ম্যারাথন অনুষ্ঠিত 

২০২৪ অক্টোবর ১৮ ১৭:৪২:৫৬
চাঁদপুরে চল দৌড়াই ম্যারাথন অনুষ্ঠিত 

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : দেশের দেড় শতাধিক প্রতিযোগী ও ভলন্টিয়ারকে নিয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হলো চল দৌড়াই ম্যারাথন। চাঁদপুর রানার্স নামে একটি সংগঠন আয়োজনে ৫ ও ১০কিলোমিটার দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় এই দৌড় প্রতিযোগিতা। 

শরীর ও মন সুস্থ রাখতে আয়োজনে অংশ নিতে পেরে বেশ উৎফুল্ল ছিলেন প্রতিযোগীরা। আয়োজকরা জানিয়েছেন, এখন থেকে নিয়মিতই হবে এমন আয়োজন।

প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগিরা ভোরের আলো ফোটতে না ফোটতেই ম্যরাথনে অংশ নিতে হাজির হয় সবাই। চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সকাল ৬টায় শুরু হয় দৌড়। শেষ হয় চাঁদপুর মেরিন একাডেমীর কাছে এসে। মাদক ও ডিভাইস থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে এমন আয়োজনকে সাধুবাদ জানায় প্রতিযোগীরা। তারা জানান, ডাক্তারের কাছে না দৌড়ে এমন দৌড়ে অংশ নেয়া উত্তম। ম্যারাথনে অংশ নিতে পেরে এবং শৃংখল আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জানান অংশগ্রহণকারী প্রতিযোগিরা।

প্রতিযোগিতায় ১০ কিলোমিটার দৌড়ে প্রথম হন পাবনার দৌড়বিদ ইমরান হাসান এবং ৫কিলোমিটারে বিজয়ী হন সিলেটের রাহিম উদ্দীন।

চাঁদপুর রানার্সের ম্যারাথন দৌড় আয়োজক ডা. মশিউর রহমান বলেন, এমন আয়োজন নিয়মিতই করার পরিকল্পনা রয়েছে আমাদের। সুস্থ জীবনের জন্য এমন আয়োজন অনেক গুরুত্বপূর্ণ।

(ইউএইচ/এসপি/অক্টোবর ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test