E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে পুলিশের বাধায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মানববন্ধন পণ্ড

২০২৪ অক্টোবর ১৭ ২০:১৭:৫৬
ফরিদপুরে পুলিশের বাধায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মানববন্ধন পণ্ড

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে পুলিশের বাধার কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ ফোরামের উদ্যোগে পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি জেলার বিভিন্ন স্থান থেকে আগত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।

বৃহস্পতিবার বেলা সাড়ে দশটার দিকে তারা ইউনিয়ন পরিষদ ফোরামের আহ্বানে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করার চেষ্টা করে। কিন্তু আগে থেকেই সেখানে পুলিশ অবস্থান নেয় এবং মানববন্ধনকারীরা আসলে তাদেরকে সরিয়ে দেয়। পরে মানববন্ধনকারীরা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশ সেখান থেকেও তাদেরকে সরিয়ে দেয়।

ফলে তারা মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা দুই নং নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম শাহাবুর, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন, ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াসহ মানববন্ধনকারীরা জানান, শান্তিপূর্ণভাবে তারা মানববন্ধন করার চেষ্টা করলেও পুলিশ তাদের মানববন্ধন করতে দেয়নি। তারা জানান, জনগণের নির্বাচিত প্রতিনিধি, তাই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদের সপদে রাখতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তারা। এদিকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশ বাধা দিবে এটিও তাদের ধারনার বাইরে ছিলো বলেও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারী জনপ্রতিনিধিরা।

(আরআর/এএস/অক্টোবর ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test