E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শৈলকুপায় বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ৭ হাজার ৪০ কৃষক 

২০২৪ অক্টোবর ১৬ ১৯:৩০:৩১
শৈলকুপায় বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ৭ হাজার ৪০ কৃষক 

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার বিকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, ভূট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী, অড়হড়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বিনামূল্যে ৭ হাজার ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন বীজ ও রাসায়নিক সার। পর্যায়ক্রমে তাদের মধ্যে এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে।

কৃষি প্রণোদনা বিতরণকালে অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ ঘোষ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস সহ বিভিন্ন দপ্তর প্রধান, কৃষক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শৈলকুপা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ‘রবি মৌসুমে সরিষা, গম, ভূট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী, অড়হড়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এই প্রণোদনা পাবে। এসকল ফসল চাষে কৃষি বিভাগ থেকে নানারকম পরামর্শ দেওয়া হচ্ছে।’

(এসআই/এসপি/অক্টোবর ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test