E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা, বৃদ্ধর যাবজ্জীবন

২০২৪ অক্টোবর ১৬ ১৮:২৫:২৬
ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা, বৃদ্ধর যাবজ্জীবন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার শিশুকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত বৃদ্ধ আবু তালেব সরদারকে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালতের বিচারক। রায় ঘোষণার সময় দন্ডিত বৃদ্ধ আবু তালেব সরদার এজলাসে উপস্থিত ছিলেন।

আজ বুধবার সকালে মামলার বরাতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী হুমায়ন কবির জানান, মঙ্গলবার শেষ কার্যদিবসে বিচারক মো. ইয়ারব হোসেন মামলায় এই রায় ঘোষণা করেছেন। দন্ডিত বৃদ্ধ আবু তালেব সরদার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মৃত সৈজউদ্দিন সরদারের ছেলে।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আবু তালেব তার প্রতিবেশী শিশুকে (১২) বিভিন্ন ধরনের প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণ করেন। এতে ওই শিশুকন্যা অসুস্থ হয়ে পরলে চিকিৎসকের কাছে নেয় তার পরিবার। তখন পরীক্ষা করে জানতে পারে শিশুটি পাঁচ মাসের অন্তঃস্বত্তা। এ ঘটনায় বৃদ্ধকে আসামি করে শিশুর বাবা গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। গৌরনদী মডেল থানার এসআই তারিকুল ইসলাম ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর আবু তালেব সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। বিচারক সাত জনের সাক্ষ্য গ্রহণের পর উল্লেখিত রায় ঘোষনা করেছেন।

বেঞ্চ সহকারী আরও জানান, আদালতের বিচারক কিশোরী ও তার সন্তানের বিষয়ে কোনো আদেশ দেয়নি। এ বিষয়ে পরবর্তীতে আদেশ দেওয়া হবে।

(টিবি/এসপি/অক্টোবর ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test