E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দায় নদীর ঘাটলা দখল করে ঘর নির্মাণ 

২০২৪ অক্টোবর ১৬ ১৭:৩৮:৫২
নগরকান্দায় নদীর ঘাটলা দখল করে ঘর নির্মাণ 

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়ন এর বাগুটিয়া বাজারে সরকারি ঘাটলা সংলগ্ন সরকারি জায়গা দখল করে দোকান ঘর উত্তোলন করছে স্হানীয় কুদ্দুস কাজির ছেলে আরিফ কাজি। 

দখলকৃত দোকান ঘর এর মধ্যে সরকারি একটা নলকূপ রয়েছে। বাজারের লোকজন সেই নলকূপের পানি বাজারের দোকানদার সহ বাজারে যাওয়া লোকজন পান করে। রবিবার সকালে লোকজন ঘুম থেকে উঠার আগেই সরকারি জায়গা দখল করে দোকান ঘর উত্তোলন করে। টিউবওয়েল এর সরকারি জায়গা দখল করে দোকান ঘর উত্তোলন করায় বাজারের লোকজন পানি পান করতে পারছেনা।

সরকারি জায়গা দখল করে দোকান ঘর উত্তোলন করার বিষয় আরিফ কাজি বলেন আমি দুরে আছি এসে সাক্ষাৎতে বলবো।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুম বিল্লাহ্ বলেন, সরকারি জায়গায় ঘর উত্তোলন করার বিষয়ে সেখানকার কিছু লোকজন আমার অফিসে এসে ছিল। তারা জানান যে সেখানে স্কুলের বাউন্ডারির মধ্যে কোন একরব্যক্তির দোকান ঘর রয়েছে তারা সবাই মিলে ঐ ব্যক্তির জন্য এই জায়গায় ঘর উত্তোলন করে ব্যবসার সুযোগ করে দিচ্ছে। প্রয়োজনে সেখানে তহসিলদার কে পাঠাব।

স্কুল বাউন্ডারির মধ্যে দোকান মালিক সেকেন্দার বলেন, আমাকে ঐ জায়গা দিতে চেয়ে দেয়নি, ১০ হাজার টাকায় জায়গা দখল করে অন্য লোকের ঘর করে দিয়েছে।

এ বিষয় দখলদার আওয়ামী লীগ নেতা পরিচয়কারী আরিফ কাজি বলেন এসিল্যান্ড আমাদের অনুমতি দিয়েছে কাগজপত্র করে দিছে সে পারলি ভাঙ্গুক, কাগজপত্র দেখাতে বললে সে দেখাতে পারেনি।

(পিবি/এসপি/অক্টোবর ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test