E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোর বোর্ডের সাত কলেজে পাশ করেনি কেউ

২০২৪ অক্টোবর ১৫ ১৯:০৭:৫৬
যশোর বোর্ডের সাত কলেজে পাশ করেনি কেউ

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধীনে থাকা ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাশ করেনি। অন্যদিকে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় শতভাগ পাস করেছে।

আজ মঙ্গলবার সকালে যশোর বোর্ডের প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে এমনটা জানা গেছে। একজন শিক্ষার্থীও পাস করেনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেহেরপুরের গাংনী উপজেলার মরকা জাগরণ কলেজ, খুলনার ডুমুরিয়া উপজেলার মডেল মহিলা কলেজ, খুলনার তেরোখাদা উপজেলার শাপলা কলেজ, সাতক্ষীরার আখরাখোলা আইডিয়াল কলেজ, মাগুরার মহম্মদপুর উপজেলার গোপীনাথপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজ, যশোরের মণিরামপুর উপজেলার নেঙ্গুরহাট স্কুল অ্যান্ড কলেজ এবং ঝিনাইদহের নাজিরউদ্দিন ইসলামিয়া কলেজ।

এদিকে যে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন সে প্রতিষ্ঠানগগুলো হলো, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর মহিলা কলেজ, মারুয়া ইউসুফ খান স্কুল অ্যান্ড কলেজ ও এসএম হাবিবুর রহমান পৌর কলেজ, নড়াইলের গোবরা মহিলা কলেজ, যশোরের কেশবপুর উপজেলার টিটা বাজিতপুর এমকেবি মহিলা কলেজ, ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল, খুলনার কয়রা উপজেলার হাদ্দা পাবলিক কলেজ, সোনাডাঙ্গা থানার ইসলামাবাদ কলেজিয়েট স্কুল, সাতক্ষীরা কমার্স কলেজ, সাতক্ষীরার গোবরদাড়ি জর্দিয়া স্কুল অ্যান্ড কলেজ, খুলনার খালিশপুর থানার নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ এবং কুষ্টিয়ার সুনুপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।

এইচএসসি পরীক্ষার ফলাফলে গত বছর তলানিতে নেমে যাওয়া যশোর বোর্ড এবার একধাপ ওপরে উঠেছে। তবে জিপিএ ৫ প্রাপ্তি সামান্য বাড়লেও কমেছে পাসের হার। এ বছর যশোর বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী। গত বছর যশোর বোর্ডে পাসের হার ছিল ৬৯ দশমিক ৮৮ ভাগ। জিপিএ ৫ পেয়েছিল ৮ হাজার ১২২ জন শিক্ষার্থী।

এবারের ফলাফলের চিত্র তুলে ধরে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ বলেন, অন্যান্য বোর্ডের তুলনায় যশোর বোর্ডের ফলাফল খারাপ হয়েছে। বিশেষ করে ইংরেজি পরীক্ষায় ৩১ শতাংশ অনুত্তীর্ণ হওয়ায় সার্বিক ফলাফলের ওপর এর প্রভাব পড়েছে। ভবিষ্যতে ফলাফল ভালো করার জন্য বোর্ডের পক্ষ থকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

(এসএ/এসপি/অক্টোবর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test