E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দৌলতদিয়া যৌনপল্লীর গেটে ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

২০২৪ অক্টোবর ১৫ ১৮:৩৫:৫২
দৌলতদিয়া যৌনপল্লীর গেটে ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে ছাত্রদল কর্মী ফারুক সরদার হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফজল শেখ (৪০) ও ইউসুফ মন্ডল (৩০) জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার কর হয় বলে জানান, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব।

গ্রেপ্তারকৃত ফজল শেখ গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের সোনাউল্লাহ শেখের ছেলে ও ইউসুফ মন্ডল একই গ্রামের মোহন মন্ডলের ছেলে।

অন্যদিকে নিহত ফারুক সরদার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়ার পল্লিচিকিৎসক শহিদ সরদারের ছেলে। তিনি দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন।

এর আগে গত শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির সামনে ছাত্রদল কর্মী ফারুক সরদারকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসাপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত ফারুকের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব বলেন, রাজবাড়ী জেলা ডিবির একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ বেলা ১২ টার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে মামলার এজাহারনামীয় ৪ নং আসামি ফজল শেখ ও একই দিন বিকালে তদন্তে প্রাপ্ত আসামি ইউসুফ কে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে। মামলার অপর আসামি ও হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

(একে/এসপি/অক্টোবর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test