E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে প্রশিক্ষণ কর্মশালা ও দুই সাংবাদিককে সংবর্ধনা

২০২৪ অক্টোবর ১৫ ১৭:৫২:৫৪
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে প্রশিক্ষণ কর্মশালা ও দুই সাংবাদিককে সংবর্ধনা

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই চন্দ্রঘোনা কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে সেলফ হেলপ গ্রুপ ও পিডব্লিউডি কেয়ার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নারী উন্নয়ন নেতৃবৃন্দ, গ্রাম উন্নয়ন কর্মী, স্বাস্থ্যকর্মী এবং সিসি এইচপির স্টাফগণ অংশ নেন। 

এছাড়া পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার জগতের পথিকৃৎ সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পনের সম্পাদক চারণ সাংবাদিক এ, কে, এম মকছুদ আহমেদ এবং পোর্ট্রেট নিউজ ২৪ নেট ও দৈনিক পূর্বকোনের সাবেক ফটো সাংবাদিক রূপম চক্রবর্তীকে হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২ টায় হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালা এবং সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এতে সভাপতিত্ব করেন। কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পনের সম্পাদক চারণ সাংবাদিক এ, কে, এম মকছুদ আহমেদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান , মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, মানবাধিকার কর্মী অলক বড়ুয়া।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিষয়ক গবেষক, ফাতেমা আক্তার বনি, দীপ্তি ফাউন্ডেশনের মাইক্রো ক্রেডিট বিষয়ক প্রশিক্ষক বিথিকা বিশ্বাস ও কামরুন নাহার।

সম্মাননা অনুষ্ঠানে সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ বলেন, ৫৬ বছর সাংবাদিকতার জীবনে আমি মানুষের কল্যানে কাজ করে আসছি, কখনো সম্মাননার আশায় আমি কাজ করি নাই। পার্বত্য চট্টগ্রামে এক সময় যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক ছিল,দূর্গম এলাকায় হেঁটে হেঁটে নিউজ কাভার করেছি। পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তির জন্য এখনো অবধি কাজ করে যাচ্ছি।আমরা পাহাড়ে শান্তি চাই।

তিনি আরোও বলেন, পার্বত্যঞ্চলে স্বাস্থ্য সেবার বাতিঘর হিসাবে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সংবর্ধিত অতিথি ফটো সাংবাদিক রূপন চক্রবর্তী বলেন, সংবর্ধনা গ্রহণে আমাকে আরোও দায়িত্ব বাড়িয়ে দিল। আমি আজীবন মানুষের কল্যানে কাজ করে যাবো।

(আরএম/এসপি/অক্টোবর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test