E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

২০২৪ অক্টোবর ১৫ ১৪:৩২:৪০
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : সদর উপজেলার মল্লিকপুরে ফরিদপুর-খুলনা মহাসড়কের দুইটি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

আজ মঙ্গলবার ভোর ৫ টার দিকে ফরিদপুর সদরের মল্লিকপুরে করিমপুর জোড়া সেতুর পরে ইট ভাটার আগে ছোট ব্রীজের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রীন এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীত দিকে সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহন নামে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই পাঁচজনের মৃত্যু হয় যাদের সবাই পুরুষ

নিহতদের সবাই খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিলেন বলে করিম হাইওয়ে থানার ওসি প্রাথমিকভাবে নিশ্চিত করেন। তবে, তৎক্ষণাৎ নিহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকামুক্ত নয় বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।

(আরআর/এএস/অক্টোবর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test