E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে পূজা মন্ডপে দায়িত্ব পেতে দিতে হয়েছে উৎকোচ! 

২০২৪ অক্টোবর ১৩ ১৪:৫৫:২৭
গোপালগঞ্জে পূজা মন্ডপে দায়িত্ব পেতে দিতে হয়েছে উৎকোচ! 

গোপালগঞ্জ প্রতিনিধি : পূজা মন্ডপে নিরাপত্তা দিতে আইন শৃংখলা রক্ষা বাহিনীর পাশাপাশি আনসার সদস্যরা গৃরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।প্রতি মন্ডপেই আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দেন। সেই আনসার সদস্যদের মন্ডপে নিরাপত্তার দায়িত্ব পেতে উৎকোচ দিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। পূজা মন্ডপে দায়িত্ব প্রাপ্ত আনসার সদস্যদের কাছ থেকে ৩ থেকে ৬শ’ টাকা নেওয়া হয়েছে বলে  আনসার সদস্যরা জানিয়েছেন ।এমন ঘটনা ঘটেছে  গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়।

জানা গেছে, এ বছর কোটালীপাড়া উপজেলায় ৩শ’ ২২ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এসব মন্ডপের নিরাপত্তার জন্য ২ হাজার ৬৩ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ইউনিয়ন আনসার-ভিডিপি কমান্ডারদের মাধ্যমে মন্ডপে-মন্ডপে এসব আনসার সদস্য নিয়োগ দিয়েছেন।

নিয়োগপ্রাপ্ত প্রতিজন আনসারকে ৫দিনের ডিউটির জন্য ২ হাজার ৮শ’ ৫০ টাকা করে দেওয়া হবে বলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে। এই টাকা প্রতিজন আনসারকে মোবাইল ফোনের মাধ্যমে দেওয়ার কথা রয়েছে। তাই প্রতি আনসারের কাছ থেকে অগ্রিম ৩ থেকে ৬শ’ টাকা নেওয়া হয়েছে বলে বিভিন্ন পূজা মন্ডপে ডিউটিরত আনসারগণ জানিয়েছেন।

উপজেলার পশ্চিম বান্ধাবাড়ি সার্বজনীন দূর্গা মন্দিরের ডিউটিরত আনসার বিলকিস বেগম ও নেহার বেগম বলেন, আমরা ডিউটি পেতে ৬শ’ টাকা করে দিয়েছে। বান্ধাবাড়ি ইউনিয়নের সহকারী কমান্ডার আব্দুল জলিল এই টাকা নিয়েছেন।

এ ব্যাপারে আব্দুল জলিলের কাছে জানতে চাওয়া হলে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ভ্যান ভাড়া মাস্টাররোলসহ বিভিন্ন খরচবাবদ আমরা কিছু টাকা নিয়েছি। এই টাকা থেকে আবার কিছু টাকা অফিসের খরচবাবদও দিতে হয়েছে।

এদিকে হিরণ ইউনিয়নের পোলসাইর গ্রামের ৮টি পূজা মন্ডপ ঘুরে শুধু ঠাকুর বাড়ি সার্বজনীন দূর্গা মন্ডপে ২জন আনসার সদস্যকে ডিউটি করতে দেখা গেছে। এই ৮টি মন্ডপে ৫২ জন আনসার সদস্য ডিউটি করার কথা রয়েছে। খোঁজ নিয়ে জানাগেছে, হিরণ ইউনিয়নের সহকারী কমান্ডার কল্পনা বিশ্বাস তপুর মাধ্যমে এই ৫২ জন আনসারকে নিয়োগ দেওয়া হয়েছে। কল্পনা বিশ্বাস তপু ভুয়া নাম দিয়ে আনসার সদস্যদের ডিউটির টাকা আত্মসাৎ করার পায়তারা করছেন বলেও অভিযোগ রয়েছে ।

এ বিষয়ে কল্পনা বিশ্বাস তপুর কাছে জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যকে কোন বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন । এমনকি তিনি এ ব্যাপারো কোন মন্তব্য করতে রাজি হয়নি।

উপজেলা আনসার ভিডিপি অফিসার রুশান খান বলেন, দূর্গাপূজায় ডিউটির জন্য আনসার সদস্য নিয়োগ কোন টাকা আদায় করার বিধান নেই। তারপরও যদি কোন কমান্ডার বা সহকারী কমান্ডার টাকা নিয়ে থাকেন, বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে টাকা আদায়ের অভিযোগ প্রমানিত হলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এমএস/এএস/অক্টোবর ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test