E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোরেশ্বরী কালী মন্দিরে মা কালীর মুকুট চুরির ঘটনায় আটক ৫

২০২৪ অক্টোবর ১২ ১৮:৩১:৫০
যশোরেশ্বরী কালী মন্দিরে মা কালীর মুকুট চুরির ঘটনায় আটক ৫

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : যশোরেশ্বরী কালী মন্দিরে থেকে মা কালীর মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় প্রায় ৩৫ ঘন্টা পর মামলা হয়েছে। মন্দির পরিচালনা কমিটির পক্ষে জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদি হয়ে শনিবার দিবাগত রাত দুইটায় শ্যামনগর থানায় মামলাটি করেন। মামলা  নং ১২। মামলায় অজ্ঞাত নামীয় ব্যক্তিদের আসামী করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ডিবিকে।

এদিকে চুরির রহস্য উদঘাটনসহ জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে পাঁচজনকে আটক করেছে ডিবি। আটককৃতরা হলো মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ ব্যানার্জী(৪৭), পুরোহিতের সহকারী অপুর্ব সাহা (৩৭), সঞ্জয় বিশ্বাস সাজু (৪০), পরিচ্ছন্নতাকর্মী রেখা রানী (৪২) ও পারুল বিশ্বাস (৪১)।

মামলার এজাহারে বাদি জ্যোতি প্রকাশ চট্রোপাধ্যায় উল্লেখ্য করেন যশোরেশ্বরী মন্দির একটি তীর্থস্থান। বিগত ১৮০৯ সাল থেকে তাদের পূর্বপুরুষরা মন্দিরটি পরিচালনা করছেন। গত ২০২১ সালে নরেন্দ্র মোদি মন্দির পরিদর্শনকালে দেবীর মাথায় রুপার উপর সোনার জলের রং করা উক্ত দামী মুকুট পরিয়ে দেন।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে পুরোহিত দিলীপ ব্যানার্জীর কাছে মন্দিরের চাবি থাকে। তবে পরিচ্ছন্নতার জন্য মাঝেমধ্যে রেখা রানীকে পুরোহিত চাবি হস্তান্তর করেন। এমন এক অবস্থায় গত ১০ অক্টোবর আগত ভক্তদের সেবা দেয়ার সময় মন্দিরের চাবি খুলে কাজের সময় পরিচ্ছন্নতা কর্মী রেখা অসাবধানতাবশত বাইরে চলে যায়। পরক্ষনে অজ্ঞাত ব্যক্তিরা দেবীর মাথা থেকে মুকুট খুলে নিয়ে পালিয়ে যায়।

শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, শনিবার রাতে মামলা দায়েরের পর বিষয়টি ডিবি তদন্ত করছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তারা পাঁচজনকে উক্ত মামলায় আটক করেছে। সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজের যুবককে সনাক্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

(আরকে/এএস/অক্টোবর ১২, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test